প্রবেশদ্বার:সুফিবাদ/নির্বাচিত নিবন্ধ/৪

তরিকা (or tariqah; আরবি: طريقة ṭarīqah, plural طرق ṭuruq, from طريق "way, path"; ফার্সি: طريقت tariqat, তুর্কি: tarikat) বলে বোঝায় সুফিবাদের কোনো একটি ধারা বা মতাদর্শ। তরিকাতে একজন মুর্শিদ থাকেন যিনি আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করেন। তরিকার অনুসারীদেরকে মুরিদ বলা হয়।

বেশ কিছু সুফি তরিকা প্রচলিত রয়েছে। যেমন চিশতি, নকশবন্দি, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া ইত্যাদি।

বিস্তারিত