প্রবেশদ্বার:চিত্রকর্ম

প্রবেশদ্বারসংস্কৃতিদৃশ্যকলাচিত্রকর্ম

600-artist-palette.svg চিত্রকর্ম প্রবেশদ্বারে স্বাগতম

চিত্রাঙ্কন (স্পষ্টতর অর্থে রংচিত্র অঙ্কন) বলতে কোনও সমতল পৃষ্ঠের উপর সাধারণত তুলি বা আঙুলের মাধ্যমে এক বা একাধিক রঙ (বিশেষ পদার্থে মিশ্রিত রঞ্জক পদার্থ) লেপন করে কোনও চিত্র অঙ্কন করাকে বোঝায়। চিত্রাঙ্কন প্রক্রিয়ার শেষে যে শিল্পকর্ম সৃষ্টি হয়, তাকে চিত্রকর্ম বলে। একজন শিল্পী যিনি পেশাগত কাজ অথবা শখের বশে চিত্রাঙ্কনের কাজ করেন তাকে চিত্রকর বা চিত্রশিল্পী বলা হয়। রংচিত্র অঙ্কন একটি গুরুত্বপূর্ণ দৃশ্যকলা, যা অঙ্কন, অঙ্গভঙ্গি (অঙ্গভঙ্গি চিত্রকর্ম হিসেবে) কিংবা যে কোনো রচনা বিমূর্ত করে তোলে। চিত্রকর্ম হতে পারে স্বতঃস্ফূর্ত এবং প্রতিনিধিত্বমূলক (যেমনটি পাওয়া যায় স্থিরচিত্রে(Still Life) কিংবা প্রাকৃতিক চিত্রকর্মে, বিমূর্ত, বর্ণনামূলক, প্রতীকী কিংবা আবেগপুর্ণ। প্রাচ্য এবং পাশ্চাত্য উভয়ের চিত্রাঙ্কনের ইতিহাসের একটি অংশ ধর্মীয় চিত্রকলা দ্বারা প্রভাবিত। এই ধরনের চিত্রকর্মের নিদর্শন পাওয়া যায় মৃৎশিল্পের ওপর আঁকা পৌরাণিক চরিত্রের, বাইবেলে উল্লেখিত চরিত্রের, বুদ্ধের জীবন নিয়ে আঁকা দৃশ্যপটে কিংবা অন্যান্য ধর্মীয় চিত্রক্রমে যা পূর্বাঞ্চলের দেশগুলো থেকে জন্ম নিয়েছে।

যে জিনিসের উপর চিত্রাঙ্কন করা যায়, তাকে অবলম্বন বলে। অবলম্বনগুলির মধ্যে আছে দেয়াল, কাগজ, ক্যানভাস, কাঠ, কাঁচ, বার্নিশ, মৃৎশিল্প, পাতা, তামা এবং কংক্রিট। আবার যেসব ব্যবহার করে চিত্রকর্ম করা যায় তার মধ্যে আছে বালি, কাদা, কাগজ, চুন, শুকনো পাতাসহ আরও অনেক কিছু। (সম্পূর্ণ নিবন্ধ...)

সূচীপত্র

Breezeicons-apps-48-kolourpaint.svg বিশেষ নিবন্ধ

Painting is a portrait of a lady smiling subtly with her hands crossed. She has smooth, white skin and is centered against a landscape background.
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি, আনুমানিক ১৫০৩-০৬ - তেলরঙে আঁকা একটি চিত্রের উদাহরণ।
তেলরঙ বা তৈলচিত্র (ইংরেজি: Oil painting) হলো এমন একটি শিল্প মাধ্যম যেখানে রঞ্জক পদার্থের সাথে বাইন্ডার বা বন্ধনী হিসেবে শোষক তেল ব্যবহার করা হয়। সাধারণত ব্যব্যহৃত শোষক তেলের মধ্যে রয়েছে তিসির তেল, পোস্তদানা তেল, আখরোট তেলকুসুম ফুলের তেল। তেলের সঠিক নির্বাচন তৈলচিত্রে অনেক ভূমিকা পালন করে, যেমন চিত্রকর্মটি কতোটা হলদে হবে বা কতো দ্রুত শুকিয়ে যাবে তা তেলের উপরই নির্ভরশীল। রঙের উজ্জ্বলতার দিকে লক্ষ করলে কিছু পার্থক্য দেখা যায় যা তেলের প্রকৃতির উপর নির্ভরশীল। একজন শিল্পী নির্দিষ্ট রঞ্জক এবং আকাঙ্ক্ষিত কর্মফল পেতে একই চিত্রকর্মে বিভিন্ন তেল ব্যবহার করতে পারেন। মাধ্যমের উপর নির্ভর করে রঙসমূহ এক বিশেষ সামঞ্জস্য লাভ করে। চিত্রকর্মের উজ্জ্বল বার্নিশ ও পালিশের জন্য তেলকে এক প্রকার রজনের সাথে ফোটানো হয়ে থাকে। রজন হিসেবে পাইন বা দেবদারু গাছের রজন অথবা লবান ব্যবহৃত হয়। (সম্পূর্ণ নিবন্ধ...)

Peintre.png চিত্রকর

এক ব্যক্তির প্রতিকৃতি (ধারণা করা হয় এল গ্রেকোর নিজের প্রতিকৃতি), ১৫৯৫-১৬০০, ক্যানভাসের উপর তৈলচিত্র, ৫২.৭ × ৪৬.৭ সেমি, মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

ডোমিনিকোস থিয়োটোকোপোলোস (গ্রিক: Δομήνικος Θεοτοκόπουλος, ইংরেজি: Doménikos Theotokópoulos, ১৫৪১ – ৭ এপ্রিল ১৬১৪), সাধারণ্যে এল গ্রেকো (স্প্যানিশ ভাষায়: "গ্রিক") নামে বহুল পরিচিত, ছিলেন স্পেনের রেনেসাঁস যুগের একজন চিত্রকর, ভাস্কর্যবিদ এবং স্থাপত্যবিদ। তার "এল গ্রেকো" নাম গ্রিক এবং স্পেনীয় উভয় নাগরিকত্বই নির্দেশ করে। তিনি চিত্রে সাধারণত গ্রিক অক্ষরে তার পূর্ণ নাম Δομήνικος Θεοτοκόπουλος (ডোমিনিকোস থিয়োটোকোপোলোস) স্বাক্ষর হিসাবে ব্যবহার করতেন; কখনো কখনো তাতে Κρής (Krēs, "ক্রিটের") শব্দটিও যুক্ত করতেন।

এল গ্রেকো ক্যান্ডিয়া রাজ্যে জন্মগ্রহণ করেন, যা সেই সময়ে ভেনিস প্রজাতন্ত্রের অংশ এবং পোস্ট-বাইজানটাইন শিল্প কেন্দ্র ছিল। ২৬ বছর বয়সে ভেনিসের ভ্রমণের আগে তিনি অন্য গ্রীক শিল্পীদের কাজ করার মতো প্রশিক্ষিত হয়ে ওঠেন। . ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি রোমে চলে যান, যেখানে তিনি একটি কর্মশালার উদ্বোধন করেন এবং বিভিন্ন কাজ সম্পাদন করেন। ইতালিতে থাকার সময়, এল গ্রেকো তার শিল্পশৈলীকে বিশেষ রীতির উপাদান এবং ভেনেসিয়ান নবজাগরণের সাথে সমৃদ্ধ করেছিলেন যা বেশ কয়েকটি মহান শিল্পীর কাজের পূনরাবৃত্তি, বিশেষত টিন্টোরেট্টোর। ১৫৭৭ সালে তিনি স্পেনের টলেডোতে চলে যান, যেখানে তিনি মারা যান এবং তার মৃত্যুর আগে পর্যন্ত কাজ করেন। টলেডোতে, এল গ্রেকো বেশ কয়েকটি অর্পিত কর্মভার পেয়েছিলেন এবং তার সেরা চিত্রগুলি তৈরি করেছিলেন। (সম্পূর্ণ নিবন্ধ...)

আপনি জানেন কি Symbol question.svg

উল্লিখিত তথ্যগুলি উইকিপিডিয়া:আপনি জানেন কি প্রকল্পের অংশ হিসেবে প্রধান পাতায় প্রদর্শিত হয়েছে।

Approve icon.svg স্বীকৃত ভুক্তি

Symbol support vote.svg ভাল নিবন্ধ

এটি একটি ভালো নিবন্ধ, যা উচ্চ সম্পাদকীয় মানদণ্ডের মূল শর্তগুলো পূরণ করে।

গরররররররররর!! রয় লিকতেনস্তাইন কর্তৃক তেল এবং ম্যাগনা দ্বারা অঙ্কিত ১৯৬৫ সালের একটি ক্যানভাস চিত্রকর্ম। ৬৮ ইঞ্চি × ৫৬.১২৫ ইঞ্চি (১৭২.৭ সেমি × ১৪২.৬ সেমি) আকারের এই চিত্র অঙ্কনটি লিকতেনস্তাইন শলোমন আর. গগেনহেম জাদুঘরে উইল করেন। এটি একটি রাগান্বিত কুকুরের রাগ প্রকাশের মুখচ্ছবির অনোমেটোপোইক অভিব্যক্তি "গরররররররররর!!" শিল্পকর্মটি "আওয়ার ফাইটিং ফোর্সেস" থেকে প্রেরণা নিয়ে আঁকা হয়েছে। এছাড়াও এই চিত্রকর্মটি লিকতেনস্তাইনের আঁকা অন্যান্য সামরিক কুকুরের চিত্রকর্মের প্রেরণার উৎস হিসেবে অভিহিত হয়ে থাকে। (সম্পূর্ণ নিবন্ধ...)
ভাল নিবন্ধের তালিকা

Stock-brush-2.png নির্বাচিত চিত্র- নতুন চিত্র দেখুন

চিত্রকলা সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে ব্যবহৃত চিত্র

আপনি যা করতে পারেন

Circle-icons-brush-pencil.svg
  • চিত্রকর্ম, চিত্রকর বিষয়ক নতুন নিবন্ধ তৈরি অথবা অন্য উইকিপ্রকল্প হতে অনুবাদ করতে পারেন।
  • নিম্নের বিষয়ে চিত্রকর্ম বিষয়ক টেমপ্লেট হতে লাল লিঙ্ক থাকা বিষয় নিয়ে নিবন্ধ রচনা করতে পারেন।
  • বর্তমান নিবন্ধসমূহ তথ্য দিয়ে সমৃদ্ধ, সম্প্রসারণ ও রচনাশৈলীর উন্নয়ন করতে পারেন।
  • নিবন্ধগুলিতে উইকিমিডিয়া কমন্স হতে দরকারী ও প্রাসঙ্গিক মুক্ত চিত্র যুক্ত করতে পারেন।
  • চিত্রকর্ম সংক্রান্ত নিবন্ধসমূহে বিষয়শ্রেণী না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধসমূহে তথ্যসূত্রের ঘাটতি থাকলে, পর্যাপ্ত সূত্র যোগ করতে পারেন।
  • সম্পর্কিত নিবন্ধসমূহের শেষে {{প্রবেশদ্বার দণ্ড|চিত্রকর্ম}} যুক্ত করতে পারেন।

বিষয়শ্রেণী

Noto Emoji v2.034 1f3a8.svg
উপবিষয়শ্রেণী দেখার জন্য [►] ক্লিক করুন

উইকিমিডিয়া

Wikinews-logo.svg
উইকিসংবাদে চিত্রকর্ম
উন্মুক্ত সংবাদ উৎস

Wikiquote-logo.svg
উইকিউক্তিতে চিত্রকর্ম
উক্তি-উদ্ধৃতির সংকলন

Wikisource-logo.svg
উইকিসংকলনে চিত্রকর্ম
উন্মুক্ত পাঠাগার

Wikibooks-logo.png
উইকিবইয়ে চিত্রকর্ম
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল

Wikiversity-logo.svg
উইকিবিশ্ববিদ্যালয়ে চিত্রকর্ম
উন্মুক্ত শিক্ষা মাধ্যম

Commons-logo.svg
উইকিমিডিয়া কমন্সে চিত্রকর্ম
মুক্ত মিডিয়া ভাণ্ডার

Wiktionary-logo.svg
উইকিঅভিধানে চিত্রকর্ম
অভিধান ও সমার্থশব্দকোষ

Wikidata-logo.svg
উইকিউপাত্তে চিত্রকর্ম
উন্মুক্ত জ্ঞানভান্ডার

Wikivoyage-Logo-v3-icon.svg
উইকিভ্রমণে চিত্রকর্ম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন