প্যারিসের আকর্ষণীয় স্থানসমূহ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

প্যারিস পশ্চিম ইউরোপের রাষ্ট্র ফ্রান্সের রাজধানী। এখানে প্রতিবছর তিন কোটির বেশি পর্যটক বেড়াতে আসেন। এটি পৃথিবীর পর্যটনকেন্দ্রিক শহরগুলোর মধ্যে অন্যতম। নিচে প্যারিসের দর্শনীয় স্থানসমূহের একটি তালিকা দেওয়া হল।

ওতেল দো ভিল (Hôtel de Ville) বা নগরভবন
তুর এফেল (Tour Eiffel) বা আইফেল টাওয়ার
ফোঁতেন সাঁ-সুলপিস (Fontaine Saint-Sulpice) বা সাধু সুলপিস ফোয়ারা
তুর সাঁ-জাক (Tour Saint-Jacques) সাধু জ্যাকের মিনার
কাতেদ্রাল নোত্র-দাম দো পারি (Cathédrale Notre-Dame de Paris) বা প্যারিসের নোত্র-দাম ক্যাথেড্রাল গির্জা

প্যারিস শহরের অভ্যন্তরে অবস্থিত দর্শনীয় স্থানের একটি তালিকা সম্পাদনা

জাদুঘর সম্পাদনা

সৌধ সম্পাদনা

  • প্লাস দেতোয়াল এবং আর্ক দো ত্রিওঁফ (Arc de Triomphe): বিভিন্ন যুদ্ধে ফ্রান্সের বিজয় ও শহীদদের স্মরণে নির্মিত সৌধ
  • কোঁসিয়ের্জরি (Conciergerie): সেন নদীর ওপরে ইল দো লা সিতে (Île de la Cité) নামক দ্বীপে অবস্থিত একটি মধ্যযুগীয় ভবন যেটিকে একটি কারাগার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফরাসি বিপ্লবের সময় প্রাচীন শাসনব্যবস্থার (ancien régime) বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মৃত্যুর আগে এখানে বন্দী করে রাখা হয়।
  • আইফেল টাওয়ার (La Tour Eiffel): গুস্তাভ এফেলের নির্দেশনায় ধাতব এই স্থাপনাটি ১৮৮৯ সালের বিশ্বমেলার জন্য নির্মাণ করা হয়।
  • গ্রঁ পালে (Grand Palais): ১৯০০ সালে প্যারিস প্রদর্শনীর জন্য নির্মিত একটি বিশাল কাঁচে ঘেরা প্রদর্শনী কেন্দ্র।
  • লেজাঁভালিদ (Les Invalides): ফ্রান্সের সামরিক ইতিহাসের সাথে সম্পর্কিত জাদুঘর ও সৌধের একটি সমবায়।
  • পালে গার্নিয়ে (Palais Garnier): প্যারিসের কেন্দ্রীয় অপেরা ভবন; এটিকে ২য় ফরাসি সাম্রাজ্য পর্বে নির্মাণ করা হয়।
  • লো পন্তেওঁ (Le Panthéon): একটি গির্জা যেখানে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত নরনারীদের বেশ কয়েকজনের সমাধি রয়েছে।
  • প্লাস দে ভজ (Place des Vosges): মারে এলাকার একটি রাজকীয় চত্বর।
  • প্লাস ভন্দম (Place Vendôme):

গির্জা, ধর্মীয় উপাসনালয়, সমাধিস্থল সম্পাদনা

সড়ক সম্পাদনা

উদ্যান সম্পাদনা

২০ ও ২১ শতকে স্থাপিত আধুনিক স্থাপনা সম্পাদনা

অন্যান্য সম্পাদনা

প্যারিস অঞ্চলে অবস্থিত সম্পাদনা

সৌধসমূহ সম্পাদনা

বিনোদন সম্পাদনা

পাদটীকা সম্পাদনা