মুজে দর্সে[টীকা ১] (ফরাসি: Musée d'Orsay) ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত একটি জাদুঘর। এটি সেন নদীর তীরে মুজে দর্সে স্টেশনের কাছে অবস্থিত। এখানে মূলত ১৮৪৮ হতে ১৯১৪ পর্যন্ত সময়কালের ফরাসি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে চিত্রকর্ম, ভাষ্কর্য, আসবাবপত্র, এবং আলোকচিত্র। ১৯৮৬ সাল পর্যন্ত এগুলির অধিকাংশই গালেরি নাসিওনাল দ্য জো দ্য পোম-এ সংরক্ষিত ছিল।

মুজে দর্সে
(Musée d'Orsay)
মানচিত্র
স্থাপিত১৯৮৬
অবস্থানরু দ্য লিল, ৭৫৩৪৩ প্যারিস, ফ্রান্স
পরিদর্শক2,590,000 (2004) [১]
পরিচালকসের্জ ল্যমোয়ান
ওয়েবসাইটwww.musee-orsay.fr
  1. এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।