পোরশা উপজেলা
পোরশা উপজেলা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা।
পোরশা | |
---|---|
উপজেলা | |
পোরশা | |
![]() | |
ডাকনাম: পোরশা | |
বাংলাদেশে পোরশা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১′২১″ উত্তর ৮৮°২৮′৫১″ পূর্ব / ২৫.০২২৫০° উত্তর ৮৮.৪৮০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
নওগাঁ-১ | নওগাঁ-১ |
• আওয়ামী লীগ | (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৭২ বর্গকিমি (১০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৪২,৫৩৫ |
• জনঘনত্ব | ৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৬৪ ৭৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থানসম্পাদনা
পোরশা উপজেলার উত্তরে সাপাহার উপজেলা, দক্ষিণে গোমস্তাপুর উপজেলা, পশ্চিমে ভারত, পূর্বে পত্নীতলা উপজেলা।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
এই উপজেলার ইউনিয়ন সমূহ হল -
- ১নং নিতপুর ইউনিয়ন
- ২নং তেঁতুলিয়া ইউনিয়ন, পোরশা
- ৩নং ছাওড় ইউনিয়ন
- ৪নং গাংগুরিয়া ইউনিয়ন
- ৫নং ঘাটনগর ইউনিয়ন
- ৬নং মশিদপুর ইউনিয়ন
ইতিহাসসম্পাদনা
১৭৯৩ সালে পোরশা অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মালদা জেলার নবাবগঞ্জ মহকুমার একটি থানায় পরিবর্তিত হলেও দেশ ভাগের পর এটি অবস্থানগত কারণে নওগাঁ মহকুমায় অন্তর্ভুক্ত হয়। [২]
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- কলেজ সমূহঃ-
১. পোরশা সরকারি কলেজ। ২. গাংগুরিয়া ডিগ্রি কলেজ। ৩. নিতপুর স্কুল এন্ড কলেজ।
- প্রাথমিক বিদ্যালয়
১.অনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২.নিতপুর আলোর পথে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩.দক্ষিণ লক্ষিপুর প্রাথমিক বিদ্যালয়। ৪. বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫. বিষ্ণপুর বটতলী সরকারী প্রাথিমক বিদ্যালয়। ৬. পশ্চিম রঘুনাথপুর সরকারী প্রাথিমক বিদ্যালয়। ৭. গানইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮. শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯. চকনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০. দয়াহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১১. ধুলাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২. লেলাংগাহার সরকারি প্রাথমিক বিদালয় ১৩. মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৪. পলাশডাংগা সরকারি প্রাথমিক বিদালয়। ১৫. পোরশা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়। ১৬. দিঘীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৭. ছাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৮. শহড়ন্দ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯. বাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০. বলদাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২১. বিপ্রভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২২. চককির্ত্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৩. বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৪. জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫. কামারধা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৬. কির্ত্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৭. কোচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৮. কুসুমকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৯. মহাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩০. মুলুকডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩১. মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩২. নোনাহার আ: গনি শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৩. আমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৪. বালিয়াচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৫. বড়গুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৬. ডাংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৭. গাংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৮. হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৯. কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪০.কড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অর্থনীতিসম্পাদনা
পোরশা উপজেলার অর্থনীতি মূলত কৃষিপ্রধান। উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে রয়েছে : আম, ধান, গম , মাছ ও শাক-সবজি।
এছাড়াও উপজেলাতে ক্ষুদ্র কিছু কুঠির শিল্প রয়েছে। রয়েছে বেশকিছু ডেইরিফার্ম ও পোল্ট্রিফার্ম।
উপজেলার শিশা হাট, গাঙ্গুরিয়া হাট ধান ক্রয়-বিক্রয়ের প্রশিদ্ধ পাইকারী হাট।
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
- সাধন চন্দ্র মজুমদার—মুক্তিযোদ্ধা ও মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়
স্বাস্থ্য সেবা কেন্দ্রসম্পাদনা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স[৩]
- কমিউনিটি ক্লিনিক সমূহঃ-
- কালাইবাড়ী কমিউনিটি ক্লিনিক
- শ্রীকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক
- মনোহরপুর কমিউনিটি ক্লিনিক
- বড় তেতুলিয়া কমিউনিটি ক্লিনিক
- সহরন্দ কমিউনিটি ক্লিনিক
- মহাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক
- ছাওড় কমিউনিটি ক্লিনিক
- গাংগুরিয়া কমিউনিটি ক্লিনিক
- খোর্দ্দ হরিপুর কমিউনিটি ক্লিনিক
- কুড়িপুকুর কমিউনিটি ক্লিনিক
- পাঁচড়াই কমিউনিটি ক্লিনিক
- শরিয়ালা কমিউনিটি ক্লিনিক
- বোরাম কমিউনিটি ক্লিনিক
- ডায়াগনষ্টিক সেন্টার
- সারাইগাছি পপুলার ডায়াগনষ্টিক সেন্টার
- মজিদা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
- হাসিব ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
- নূর ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
- সততা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যসম্পাদনা
- পোরশা মসজিদ
- বালাশহীদ মাজার
- নিতপুর ক্যাম্পঘাট
- উত্তর বঙ্গের বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান (জামেয়া আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা)
- পোরশা মিনাবাজার মার্কাজ (বড়) মসজিদ সংলগ্ন মুসাফির খানা।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পোরশা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ধনঞ্জয় রায়, দিনাজপুর জেলার ইতিহাস, কে পি বাগচী অ্যান্ড কোম্পানি কলকাতা, প্রথম প্রকাশ ২০০৬, পৃষ্ঠা ২১১
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |