পূর্ব বাংলার শরণার্থী
পূর্ব বাংলার শরণার্থী বলতে বোঝায় ভারত বিভাগের পরে পূর্ববঙ্গ বা বাংলাদেশ হতে বাস্তুচ্যুত বাঙালি হিন্দুদেরকে।[১] ১৯৪৭ সালে স্বাধীন ভারত ও পাকিস্তান নামক দেশ সৃষ্টির আগে পূর্ববঙ্গ ছিল ব্রিটিশ ভারতের একটি অংশ।পূর্ববঙ্গ থেকে যারা দেশ ত্যাগে বাধ্য হয়ে স্বাধীন ভারতে আশ্রয় গ্রহণ করে এবং পরবর্তিতে ভারতের নাগরিকত্ব লাভ করে তাদের অধিকাংশ ছিল বাঙালি হিন্দু।[১] তাদের অনেকেই ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন।
বিখ্যাত শরণার্থী এবং অভিবাসী
সম্পাদনা- অচিন্ত্যকুমার সেনগুপ্ত (সাহিত্যিক, নোয়াখালী)
- অমল কুমার রায়চৌধুরী (তাত্ত্বিক পদার্থবিদ,বরিশাল)
- অমর মিত্র (লেখক, খুলনা)
- অমর্ত্য সেন (অর্থনীতিবিদ, ঢাকা)
- অম্লান দত্ত (অর্থনীতিবিদ/শিক্ষাবিদ, কুমিল্লা)
- অনিল বিশ্বাস (সঙ্গীতজ্ঞ, বরিশাল)
- অনিল করঞ্জাই (চিত্রশিল্পী,ফেনী)
তথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |