পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি সংক্ষেপে পুণ্ড্র ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি) নামেও পরিচিতি। বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ইউজিসি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করে।

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
নীতিবাক্যLearn for life
বাংলায় নীতিবাক্য
জীবনের জন্য শেখা
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০১
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যপ্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬৭
শিক্ষার্থী৪,৭৫৭ জন
স্নাতক৩৩৫০ জন
স্নাতকোত্তর১৫০ জন
অবস্থান
গোকুল, বগুড়া
,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামপিইউবি (PUB)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.pundrouniversity.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশের উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় না থাকায় বগুড়ার কিছু উদ্যোগী ব্যক্তির সমন্বয়ে ‘পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে ২০০১ সালে হিউম্যান ইম্প্রুভমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এই HI-Foundation এর দ্বারা ২০০২ সালে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা পায়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ছিল বগুড়া’র গোকুলের রংপুর রোডের পাশে টিএমএসএস নির্মিত একটি ভবনে। পরবর্তীতে উদ্যোগতাগণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে গোকুল থেকে শহরে টিএমএসএস মহিলা ভবন এবং কাটনারপাড়া মহাতাব হেরিটেজে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থানান্তর করা হয়।[][]

উপাচার্যগণ

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

  • বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
    • প্রোগ্রাম সমূহঃ
    ১. বি.এসসি. ইন সি.এস.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
    ২. বি.এসসি. ইন ই.ই.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
    ৩. বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
    ৪. এম.পি.এইচ
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.বি.এ
২. এম.বি.এ ১ বছর
৩. এম.বি.এ ২ বছর
৪. ই.এম.বি.এ
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.এ অনার্স ইন ইংরেজি
২. এম.এ ইন ইংরেজি
৩. বি.এ অনার্স ইন ইসলামিক স্টাডিজ
৪. এম.এ ইন ইসলামিক স্টাডিজ (১ ও ২ বছর)
৫. এল.এল.বি (বর্তমানে স্থগিত)
৬. এল.এল.এম (১ ও ২ বছর) (বর্তমানে স্থগিত)
৭. বি.এড
৮. এম.এড
৯. বি.এ অনার্স ইন বাংলা (প্রস্তাবিত)

ক্যাম্পাস

সম্পাদনা

এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বগুড়া শহর থেকে ৭ কিলোমিটার দূরে, ঢাকা- রংপুর রোডের পার্শ্ববর্তী গোকুল ইউনিয়নের অন্তর্ভুক্ত খোলার ঘর নামক স্থানে অবস্থিত।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিশ্ববিদ্যালয়সমূহ"। ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Pundra University Bogra"www.bogra.org। ১৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  3. "ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই উপাচার্য নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দিল বাকৃবি"এগ্রিকেয়ার২৪.কম। ১৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "পুন্ড্র ইউনিভার্সিটির নতুন উপাচার্য মোজাফ্ফর হোসেন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "পুন্ড্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন ড. চিত্তরঞ্জন মিশ্র"বাংলাদেশ প্রতিদিন। ৯ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা