পি.আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ
পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঠাকুরনগর কলেজ নামে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা অধিদফতরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ২০১৩ সালে ঠাকুরনগরের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল পার্শ্ববর্তী ভূমি ও ভূমি সংস্কার দফতরের জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল। মহাবিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ।[২]
অন্যান্য নাম | ঠাকুরনগর কলেজ |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ৩ আগস্ট ২০১৩ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় |
ভারপ্রাপ্ত আধিকারিক | স্বপন সরকার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৬[১] |
ঠিকানা | চাঁদপাড়া-ঠাকুরনগর রোড , , , |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ |
ইতিহাস
সম্পাদনাপশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০১১ সালে গাইঘাটা সমষ্টি উন্নয়ন ব্লকের চাঁদপাড়ায় হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে একটি মহাবিদ্যালয়ের শিলান্যাস করেন।[৩] মহাবিদ্যালয়টি চাঁদপাড়ায় সরকারি কৃষি খামারের জমিতে স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু মতুয়া সম্প্রদায়ের এক অংশের মানুষ তা নিয়ে আপত্তি করেন। তৎকালীন মতুয়া মহাসংঘের প্রধান বীণাপাণিদেবীও চাঁদপাড়া হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামাঙ্কিত মহাবিদ্যালয় স্থাপনের বিরোধিতা করেন। তিনি চেয়েছিলেন, মহাবিদ্যালয়টি ঠাকুরনগরে স্থাপন করার পক্ষে মত প্রকাশ করেন।[৩]
তৃণমূল কংগ্রেস ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লাভ করে ও রাজ্যে সরকার গঠন করে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চাঁদপাড়ার পরিবর্তে ঠাকুরনগরে মহাবিদ্যালয়টি স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়টি স্থাপন করার জন্য ঠাকুরনগরেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের একটি জমি নির্বাচিত করা হয়।[৩] মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালে ভূমি ও ভূমি সংস্কার দফতরের জমিতে মতুয়াদের ধর্মগুরু প্রমথরঞ্জন ঠাকুরের নামাঙ্কিত সরকারি মহাবিদ্যালয়ের শিলান্যাস করেন।[৩] মহাবিদ্যালয়টি ২০১৩ সালের ৩ অগাস্ট স্থাপিত হয়। প্রারম্ভিক সময়ে পিআর ঠাকুর মহাবিদ্যালয়ের কার্যক্রম ও পঠন-পাঠন ঠাকুরনগর উচ্চবিদ্যালয়ে পরিচালিত হয়। পরে মহাবিদ্যালয়ের জন্য নির্ধারিত জমিতে ভবন ও পরিকাঠাম নির্মাণ শেষ হলে ঠাকুরনগর উচ্চবিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ের সকল কার্যক্রম নব নির্মিত বিদ্যায়তনে স্থানান্তরিত হয়।
বিভাগ
সম্পাদনামহাবিদ্যালয়টিতে ২০২০ সালের তথ্যমতে কলা ও বিজ্ঞান শাখায় মোট ১১ টি বিভাগ রয়েছে।
মহাবিদ্যালয়ের বিভাগসমূহ তালিকা আকারে প্রকাশ করা হল:
বিজ্ঞান | কলা |
---|---|
|
|
অনুমোদিত
সম্পাদনামহাবিদ্যালয়টি ২০১৩ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Prospectus 2020" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ ক খ "West Bengal State University Affiliated Colleges Name, Address & Phone no" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ ক খ গ ঘ সীমান্ত মৈত্র (২২ সেপ্টেম্বর ২০১২)। "মতুয়া-মন রেখেই কলেজের শিলান্যাস মমতার"। গাইঘাটা: www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ "Department of Chemistry"। ১৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।