পালি ভাষা
মানুষের ভাষা
পালি ভাষা হল বৌদ্ধ ধর্মের পবিত্র ও পুরাণে ব্যবহৃত একটি ধ্রুপদী ভাষা। পালি ভাষাটি তিপিটক ও ত্রিপিটক মতন নিকটতম অদ্যাপি সাহিত্যের ভাষা।
পালি | |
---|---|
দেশোদ্ভব | শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস, নেপাল, ভারত |
বিলুপ্ত | কোন স্থানীয় জাতি নেই, কেবল সাহিত্যিক ও ধর্মীয় ভাষা হিসেবে ব্যবহৃত
|
বিভিন্ন লিপিতে লেখা হয়ে থাকে। যেমনঃ বাংলা, বর্মী, দেবনাগরী, খমের, লান্না, লাও, রোমান, সিংহলী, থাই | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | pi |
আইএসও ৬৩৯-২ | pli |
আইএসও ৬৩৯-৩ | pli |
পালি শব্দের উদ্ভব
সম্পাদনাকোন কোন পণ্ডিতের মতে পাঠ হতে পালি শব্দের উদ্ভব, পাঠ>পাল>পালি। তাদের মতে গৌতম বুদ্ধ তার শিষ্যদের যে পাঠ বা উপদেশ দিতেন, সেই বুদ্ধবচন হল পালি।[১] কেউ মনে করেন গৌতম বুদ্ধ এর বাণী এই ভাষাতে পালন করা হয়েছে বলে এর নাম পালি।[২] কেউ বলেন মগধ এর প্রাচীন নাম পলাস হতে পালি এসেছে।[৩] আবার অনেকে বলেন প্রাচীন মগধ এর রাজধানী পাটলিপুত্র নাম থেকে পালি শব্দ এসেছে।[৪] কেউ মনে করেন পঙ্ক্তি হতে পালি শব্দ এস থাকতে পারে।
ধ্বনিব্যবস্থা
সম্পাদনাস্বরধ্বনি
সম্পাদনাসম্মুখ | কেন্দ্রীয় | পশ্চাৎ | |
---|---|---|---|
সংবৃত | ই [i]
ঈ [iː] |
উ [u]
ঊ [uː] | |
মধ্য | এ [e], [eː] | অ [ɐ] | ও [o], [oː] |
বিবৃত | আ [aː] |
ব্যঞ্জনধ্বনি
সম্পাদনাউভয়ৌষ্ঠ্য | দন্ত্য | দন্তমূলীয় | মূর্ধন্য জিহ্বাগ্র্য-পশ্চাৎ-দন্তমূলীয় | জিহ্ব্য-পশ্চাৎ-দন্তমূলীয় | কণ্ঠনালীয় | |||
---|---|---|---|---|---|---|---|---|
স্পর্শ | নাসিক্য | ম [m] | [n̪]} | ণ [ɳ] | ঞ [ɲ] | (ঙ [ŋ]) | ||
অঘোষ | অঘোষ | প [p] | ত [t̪] | ট [ʈ] | চ [tʃ] | ক [k] | ||
ঘোষ | ফ [pʰ] | থ [t̪ʰ] | ঠ [ʈʰ] | ছ [tʃʰ] | খ [kʰ] | |||
ঘোষ | অঘোষ | ব [b] | দ [d̪] | ড [ɖ] | জ [dʒ] | গ [ɡ] | ||
ঘোষ | ভ [bʱ] | ধ [d̪ʱ] | ঢ [ɖʱ] | ঝ [dʒʱ] | ঘ [ɡʱ] | |||
ঊষ্ম | স [s] | হ [h] | ||||||
নৈকট্য | মধ্য | র [ɻ] | য [j] | |||||
পার্শ্বীয় | ল [l] | (ঌ [ɭ]) | ||||||
ঘোষ | (ৡ [ɭʱ]) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Pali literature and language,Willium Geiger। Calcutta: Calcutta University। ১৯৫৬।
- ↑ Pali Ebglish dictionary,R.C. Childers। London। ১৮৭৫।
- ↑ Vidyabhusanas Pali Grammer P.32।
- ↑ পালি প্রকাশ, বিধুশেখর শাস্ত্রী। কলিকাতা: রঙ্গপুর সাহিত্য পরিষদ। ১৩১৮ বঙ্গাব্দ। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)