পানিছত্র

মাদারিপুর জেলার একটি আবাসিক এলাকা

পানিছত্র বাংলাদেশের মধ্যাঞ্চলে মাদারিপুর শহরের একটি অভিজাত আবাসিক এলাকা।

পানিছত্র
আবাসিক এলাকা
পানিছত্র বাংলাদেশ-এ অবস্থিত
পানিছত্র
পানিছত্র
বাংলাদেশের মানচিত্রে পানিছত্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′৪.৭″ উত্তর ৯০°১২′৪৮.৪″ পূর্ব / ২৩.১৬৭৯৭২° উত্তর ৯০.২১৩৪৪৪° পূর্ব / 23.167972; 90.213444
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা
জেলামাদারিপুর
উপজেলামাদারিপুর সদর উপজেলা
স্থানীয় সরকারমাদারিপুর পৌরসভা
ওয়ার্ড নং০৪-০৫
আয়তন
 • মোট০.৬৭৪৬৫১৪ বর্গকিমি (০.২৬০৪৮৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৪১৩
 • জনঘনত্ব৫,১০০/বর্গকিমি (১৩,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+০৬:০০)
পোস্ট কোড৭৯০০
টেলিফোন কোড+৮৮০ ৬৬১

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

পানিছত্র মাদারিপুর সদর উপজেলার অধীনে অবস্থিত। এর মোট আয়তন ১৬৬.৭১ একর (.০৬৭৪৬৫১৪ বর্গ কিলোমিটার)।[১] এর দক্ষিণে সৈদারবালী, মোবারকদী ও কুলপদ্দি, দক্ষিণ-পূর্বে কুলপদ্দি, পূর্বে মহিষেরচর, উত্তরে চর মদনরায় এবং পশ্চিমে পুলিশ লাইনস্ ও শকুনী এলাকা অবস্থিত।

পানিছত্রকে ৪নং ও ৫নং ওয়ার্ডের মাধ্যমে উত্তর ও দক্ষিণ পানিছত্রে ভাগ করা যায়।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

পানিছত্র এলাকার প্রশাসনিক কার্যক্রম মাদারিপুর পৌরসভার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২১৯নং নির্বাচনী এলাকা মাদারীপুর-২ এর অংশ। পানিছত্র এলাকা মাদারিপুর পৌরসভার ৬০৩নং মৌজার অধীনে ৪ ও ৫ নং ওয়ার্ড এ অবস্থিত।

এ এলাকা কয়েকটি মহল্লায় বিভক্ত -

  • সাং পানিছত্র,
  • পানিছত্র দিঘির পাড়,
  • ব্যা‌ংকারস্ কলোনী।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

পানিছত্র এলাকায় ৭৯৫(১০৯+৬৮৬)টি পরিবারে মোট জনসংখ্যা ৩৪১৩(৪৪১+২৯৭২) জন। এদের মধ্যে পুরুষ জনসংখ্যা ৪৯.২২% এবং মহিলা ৫০.৭৮%। সর্বোচ্চ ৯৩.৩৮% ইসলাম ধর্মালম্বী, হিন্দু সম্প্রদায় ৭.৫৯%, খ্রিষ্টান ০% এবং বৌদ্ধ ০.০৩% জাতিগোষ্ঠী রয়েছে।[২]

শিক্ষা সম্পাদনা

পানিছত্রের সাক্ষরতার হার ৮৬.৮৫%, এর মধ্যে পুরুষ ৮৮.৮% ও নারী ৮৪.৯%।[২] এ এলাকায় ১টি এবতেদায়ী মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় (প্রাথমিক, বালক-বালিকা সহ), ১টি প্রাথমিক বিদ্যালয়[৩] ও ১টি কিন্ডার গার্টেন রয়েছে।

পানিছত্রের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল:

  • আল-জাবির হাই স্কুল (১৯৮১);
  • দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯২৬);
  • চিলড্রেন গ্রেস (কিন্ডার গার্টেন) স্কুল।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

পানিছত্র এলাকায় ৭টি মসজিদ ও ২টি মন্দির রয়েছে।

স্বাস্থ্য সম্পাদনা

পানিছত্র এলাকায় ২টি বেসরকারি হাসপাতাল এবং ১টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ১টি চক্ষু হাসপাতাল[৪], ১টি কিডনি হাসপাতাল রয়েছে।

  • ইসলামী ব্যাংক এ. আর. হাওলাদার কমিউনিটি হাসপাতাল মাদারীপুর লিমিটেড;[৫]
  • ক্যাম্পাস কিডনি এ্যান্ড ডায়ালাইসিস সেন্টার;[৬]
  • কে. আই. ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার;[৭]
  • মেরী স্টোপস ক্লিনিক।[৮]

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সম্পাদনা

পানিছত্র এলাকায় ৩টি সরকারি কার্য্যালয়, ৩টি ক্লাব, ২টি সমবায় সমিতি এবং ৮টি এনজিও ও দাতব্য প্রতিষ্ঠান রয়েছে।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • নারায়ণ মন্দির
  • পানিছত্র দিঘি
  • মাদারিপুর লিগ্যাল এইড এসোসিয়েসন ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার
  • সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র।[৯]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • এ.টি.এম. কামালুজ্জামান - সাংস্কৃতিক সংগঠক;
  • বাশার মাহমুদ - কবি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, গবেষক;
  • শাজাহান খান - সাংবাদিক;
  • শাহানা শৈলী - কবি, সাহিত্যিক, অ্যাডভোকেট, মাননাধিকার কর্মী;
  • সালেহা বেগম - চিকিৎসক;
  • ফজলুল হক - মানবাধিকার কর্মী, অ্যাডভোকেট;
  • মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ - এডমিরাল, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান (২০১৫-২০১৯);
  • ইশরাত জাহান - চিকিৎসক;
  • সামসুল আলম নান্নু - রাজনিতিবিদ, সমাজসেবক;
  • জাহান্দার আলী জাহান - রাজনীতিবিদ;
  • খোকা ফকির - রাজনীতিবিদ, সমাজসেবক;
  • লিখন মাহমুদ - স্বেচ্ছাসেবী সংগঠক, গবেষক;
  • রুহুল আমীন - ইউএনও; জনপ্রশাসন পদক (২০১৯) প্রাপ্ত;[১০]
  • মনজুরুল হক - কবি, সাহিত্যিক;
  • এম. আবদুল কাদের - সাহিত্যিক, অ্যাডভোকেট।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাালাদেশ জিওকোড (পিডিএফ)। ঢাকা: বাালাদেশ পরিসংখ্যন ব্যুরো। জুন ২০১৭। পৃষ্ঠা ৩৮। 
  2. Population & Housing Census 2011 (পিডিএফ)। ঢাকা: বাালাদেশ পরিসংখ্যন ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। পৃষ্ঠা ৩৫, ৬৯, ২০৫, ৩৮৩। আইএসবিএন 978-984-33-8597-0। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  3. "শিক্ষিকার বেত্রাঘাতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত"সমকাল। ২০১৮-০৭-০৪। ২০১৮-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  4. "এইচএসসি পাস চিকিৎসক!"প্রথম আলো। ২০১৯-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  5. "Islami Bank A.R.Hawladar Community Hospital Madaripur Ltd."Islami Bank Foundation। ২০১৯-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  6. "মাদারীপুরে চালু হলো স্বল্পমূল্যে ক্যাম্পসের ডায়ালাইসিস সেবা"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  7. "মাদারীপুরে সহস্রাধিক রোগীকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান"নাগরিক বার্তা। ২০১৮-১০-২৮। ২০১৯-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  8. "Hospital & Clinic in Bangladesh"Hello Bangladesh। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  9. "সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্র, মাদারীপুর"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  10. "জনপ্রশাসন পদক পাচ্ছেন ৪৫ কর্মকর্তা ও দুই প্রতিষ্ঠান | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ২০১৯-০৭-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 

বহিঃসংযোগ সম্পাদনা