মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ
অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (জন্ম: ১৯৬০) বাংলাদেশ নৌবাহিনীর ১৫তম প্রধান। সাবেক প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবের অবসর গ্রহণের পর ২০১৫ সালের ২৭ জানুয়ারি তিনি নৌ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।[১]
মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ওএসপি, এনডিসি, পিএসসি | |
---|---|
জন্ম | ১৯৬০ মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ |
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ নৌবাহিনী |
কার্যকাল | ১৯৭৯–২০১৯ |
পদমর্যাদা | অ্যাডমিরাল |
নেতৃত্বসমূহ | নৌবাহিনী প্রধান বাংলাদেশ কোস্ট গার্ডের ডিরেক্টর অফ অপারেশন্স চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ড |
পুরস্কার | এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস মেডেল |
জন্ম
সম্পাদনামোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ রশিদ ও মা ফজিলাতুন্নেসা।[২] তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন।[১]
শিক্ষাজীবন
সম্পাদনামোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি পরীক্ষায় এবং ১৯৭৮ সালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।[১]
কর্মজীবন
সম্পাদনা১৯৭৯ সালের ৩০ জানুয়ারি তিনি নৌ বাহিনীতে যোগ দেন। যুগোস্লাভিয়ার মার্শাল টিটো একাডেমি থেকে তিনি গ্রেজুয়েশন সম্পন্ন করেছেন।[৩] ১৯৮১ সালের ১ আগস্ট তিনি কমিশন লাভ করেন।[১]
তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও কর্মজীবনে তিনি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পেশাগত কোর্স সম্পন্ন করেছেন।[১]
তিনি বিভিন্ন নৌ ঘাটির কমান্ডের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের নৌবাহিনীর সবচেয়ে বড় কমান্ডের দায়িত্ব তিনি পালন করেছেন। [৪] নৌবাহিনীতে তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্বের অংশ হিসেবে আইভরি কোস্টে সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন।[১]
২০১২ সালে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। পায়রা বন্দরেও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][৫]
ব্যক্তিগত জীবন
সম্পাদনামোহাম্মদ নিজামউদ্দিন আহমেদের স্ত্রী নাজমুন নাহার। এই দম্পতির দুইটি পুত্রসন্তান রয়েছে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ http://www.kalerkantho.com/online/national/2016/01/27/318114
- ↑ "দৈনিক মানবকন্ঠ"। ১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৬।
- ↑ দৈনিক ইত্তেফাক[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ দৈনিক যুগান্তর
- ↑ দৈনিক প্রথম আলো
সামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী অ্যাডমিরাল এম ফরিদ হাবিব |
নৌবাহিনী প্রধান ২০১৬ - ২০১৯ |
উত্তরসূরী আওরঙ্গজেব চৌধুরী |