ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

মাদারিপুর জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়

ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (ইংরেজি: United Islamia Govt. High School) বাংলাদেশের মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীনে পরিচালিত।[১]

ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখ দৃশ্য
ঠিকানা
বাদামতলা সড়ক

মাদারীপুর
,
৭৯০০

তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক (বালক)
প্রতিষ্ঠিত১৯৪৮ খ্রিস্টাব্দ
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলামাদারীপুর
কর্তৃপক্ষশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)
সেশনজানুয়ারি - ডিসেম্বর
শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠান নং.110730
প্রধান শিক্ষকমুহাম্মদ ফরিদুল ইসলাম
অনুষদ৩টি
গুরুত্বপূর্ণ ব্যক্তিআব্দুল হামিদ আকন্দ
শ্রেণীতৃতীয় - দশম
লিঙ্গবালক
শিক্ষার্থী সংখ্যা২০০০ (প্রায়)
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ২৫টি
ক্যাম্পাসের ধরনভবন
স্লোগানএকতা শিক্ষা প্রগতি
গানআমার সোনার বাংলা
অন্তর্ভুক্তিমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ
ওয়েবসাইটuighs.edu.bd

অবস্থান সম্পাদনা

মাদারীপুর শহরের কেন্দ্রস্থল পুরান বাজার সংলগ্ন বাদামতলা সড়কের পাশে আমিরাবাদে[২] ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবস্থান।

ইতিহাস সম্পাদনা

উনিবিংশ শতাব্দীর শেষ দিকে (১৮৮৫ খ্রিষ্টাব্দ) মাদারীপুর হাই স্কুল নামে একটি স্কুল স্থাপিত হয় আড়িয়াল খাঁ নদীর উত্তর তীরে। তখন মাদারীপুর শহরটি ওখানেই ছিল। নদী ভাঙ্গনের ফলে শহরটি বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে কলেজ রোডের পশ্চিম পাড়ে যে স্থানে পাবলিক হেলথ এর গুদাম অবস্থিত সেখানে স্কুলটি স্থানান্তরিত হয়। সেখানকার উত্তর পাশে বিশাল পুকুরের পূর্ব ও দক্ষিণ পাড়ের সমস্ত জায়গা গোসাইদের নিকট থেকে লিজ নেওয়া হয়েছিল। পুকুরের উত্তর তীরে বিশাল এলাকা নিয়ে গোসাইদের পাকা ভবনসহ মস্তবড় বাড়ী ছিল। বর্তমান বাসিন্দাদের নিকট সব বিক্রি করে তারা ভারতে চলে যায়। প্রাচীন পাকা ভবনটি কিছুদিন আগেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে (১৯১৩ খ্রিষ্টাব্দ) বর্তমান মাদারীপুর সরকারি কলেজ যে স্থানে রয়েছে সেখানে ইসলামিয়া হাই স্কুল নামে আর একটি হাই স্কুল স্থাপিত হয়। ১৯৪৮ সনে ইসলামিয়া হাই স্কুল তার নিজস্ব জায়গা কলেজকে ছেড়ে দিয়ে মাদারীপুর হাই স্কুলের সাথে মিশে যায়। এ কারণে দুটি স্কুলের মিলিত নাম হয় ইউনাইটেড ইসলামিয়া মাদারীপুর হাই স্কুল। পরবর্তীতে ১৯৬৮ সনে স্কুলটি জাতীয়করণ করা হয় এবং নামকরণ করা হয় দি ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বর্তমানে বিদ্যালয়টির অধীনে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। মূলত মূল ব্যবস্থাপনায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরিচালিত হয় বলে বিদ্যালয়টি মাধ্যমিক হিসেবে শ্রেণীবদ্ধ। বিদ্যালয়টি প্রভাতি এবং দিবা -এই দুই শাখায় পরিচালিত হয়। [৩]

উল্লেখযোগ্য শিক্ষার্থী সম্পাদনা

এ বিদ্যালয়ের উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে রয়েছেন:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯ 
  2. 56F4+P6 Madaripur
  3. মাদারীপুর জেলা পরিচিতি (১৯৯৬)। মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠান। আব্দুল জব্বার মিয়া। পৃষ্ঠা ৩৬। 

[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ এপ্রিল ২০১৮ তারিখে