পাঁচপীর রেলওয়ে স্টেশন
(পাচঁ পীর রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
পাঁচপীর রেলওয়ে স্টেশন (পূর্বনাম- পুরাতন দূর্গাপুর রেলওয়ে স্টেশন) বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার দূর্গাপুর ইউনিয়নের একটি রেলওয়ে স্টেশন।
পাঁচ পীর রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | ||
অবস্থান | কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ বাংলাদেশ | |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে | |
লাইন | তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন | |
প্ল্যাটফর্ম | ১টি | |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | |
নির্মাণ | ||
গঠনের ধরন | মানক | |
পার্কিং | আছে | |
সাইকেলের সুবিধা | আছে | |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই | |
অন্য তথ্য | ||
অবস্থা | সক্রিয় | |
ইতিহাস | ||
চালু | ১৯৬৭ | |
পরিষেবা | ||
আছে
| ||
অবস্থান | ||
বুড়িমারী–লালমনিরহাট– পার্বতীপুর লাইন |
---|
উৎস: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
অবস্থান
সম্পাদনাপাচঁপীর রেলওয়ে স্টেশন তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইনের কুড়িগ্রাম - রমনা অংশে অবস্থিত।[১]
ইতিহাস
সম্পাদনা১৯৬৭ সালে তৈরি কুড়িগ্রাম-চিলমারী লাইন তৈরি করার সময় পাঁচপীর রেলওয়ে স্টেশন করা হয়।
পরিষেবা
সম্পাদনাপাচঁপীর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেন গুলোর তালিকা নিম্নে দেওয়া হলো:
- রমনা লোকাল (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)
- মিশ্র ট্রেন (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)[২]
পাঁচপীর ষ্টেশন হতে অন্যান্য গন্তব্যস্থানের দূরত্বঃ
গন্তব্য ষ্টেশন | দূরত্ব |
উলিপুর | ১০ কি.মি. |
বালাবাড়ী | ১৮ কি.মি. |
রমনা বাজার | ২০ কি.মি. |
কুড়িগ্রাম | ১৫ কি.মি. |
টগরাইহাট | ২১ কি.মি. |
রাজারহাট | ২৫ কি.মি. |
শিঙ্গারডাবরীরহাট | ২৯ কি.মি. |
তিস্তা | ৩৭ কি.মি. |
কাউনিয়া | ৪১ কি.মি. |
মীরবাগ | ৪৯ কি.মি. |
রংপুর | ৫৯ কি.মি. |
শ্যামপুর | ৭৩ কি.মি. |
বদরগঞ্জ | ৮২ কি.মি. |
খোলাহাটি | ৯০ কি.মি. |
পার্বতীপুর | ৯৮ কি.মি. |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিনিধি, কুড়িগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে রেলপথ অবরোধ"। bangla.bdnews24.com। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।
- ↑ "তিস্তা থেকে রমনা ৫৪ কিলোমিটার রেললাইন ঝুঁকিপূর্ণ"। www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯।