নুরুল ইসলাম (সচিব)

বাংলাদেশি সরকারি কর্মকর্তা

মোঃ নূরুল ইসলাম (জন্মঃ ২৯ সেপ্টেম্বর ১৯৬২) একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি সর্বশেষ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]

মোঃ নূরুল ইসলাম
সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৯ – ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীআনিছুর রহমান
উত্তরসূরীকাজী এনামুল হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-09-29) ২৯ সেপ্টেম্বর ১৯৬২ (বয়স ৬১)
বিরল উপজেলা, দিনাজপুর জেলা
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীফিরোজা বেগম
সন্তানদুই ছেলে ও এক মেয়ে
প্রাক্তন শিক্ষার্থীশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

নুরুল ইসলাম ২৯ সেপ্টেম্বর ১৯৬২ সালে দিনাজপুর জেলার বিরল উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ধকুরঝাড়ী মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং দিনাজপুর সরকারী কলেজ হতে এইচএসসি পাশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী ফিরোজা বেগম। দুই ছেলে ও এক মেয়ে সন্তানের পিতা তিনি।

কর্মজীবন সম্পাদনা

নুরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২৬ জানুয়ারি ১৯৯১ সালে সরকারী চাকুরিতে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে যোগদান করে পরবর্তীতে ১৯৯৬ সালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব, ২০০৮ সালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গাজীপুর জেলায় দায়িত্ব পালন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩] ২৮ সেপ্টেম্বর ২০২১ সালে তিনি সরকারি চাকুরি হতে অবসর গ্রহণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মোঃ নূরুল ইসলামসচিবধর্ম বিষয়ক মন্ত্রণালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ জুলাই ২০১৯। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০ 
  2. "ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিলেন নুরুল ইসলাম | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪ 
  3. "ধর্ম সচিব নূরুল ইসলামের দায়িত্ব গ্রহণ"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪ 
  4. "ধর্ম সচিবকে চাকুরি থেকে অবসর প্রদান"সময় জার্নাল। ২০২১-০৯-২৭।