আনিছুর রহমান (সচিব)
আনিছুর রহমান (জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৬২) একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি সর্বশেষ বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল কমিশনের একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] ইতিপূর্বে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
আনিছুর রহমান | |
---|---|
বাংলাদেশের নির্বাচন কমিশনার | |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ২০২২ – ৫ সেপ্টেম্বর ২০২৪ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব | |
কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২১ | |
পূর্বসূরী | আব্দুল জলিল |
উত্তরসূরী | মাহবুব হোসেন |
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব | |
কাজের মেয়াদ ৪ এপ্রিল ২০১৮ – ৪ জানুয়ারি ২০২০ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩১ ডিসেম্বর ১৯৬২ শরীয়তপুর |
সন্তান | এক কন্যা ও এক পুত্র |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় চাঁদপুর সরকারি কলেজ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় |
পেশা | নির্বাচন কমিশনার, সাবেক সিনিয়র সচিব |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআনিছুর রহমান ৩১ ডিসেম্বর ১৯৬২ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও চাঁদপুর সরকারি কলেজ হতে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৪][৫]
কর্মজীবন
সম্পাদনাআনিছুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে যোগদান করেন। চাকরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। [২]
১৪ সেপ্টেম্বর ২০১৭ সালে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব এবং একই মন্ত্রণালয়ে ৪ এপ্রিল ২০১৮ তারিখ হতে ৪ জানুয়ারি ২০২০ পর্যন্ত সচিব হিসেবে কমর্রত ছিলেন। ৫ জানুয়ারি ২০২০ সালে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিব পদে যোগদান করে ২৭ জানুয়ারি ২০২০ সাল হতে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৩১ ডিসেম্বর ২০২১ সালে সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।[২][৪]
আনিছুর রহমান ২৬ ফেব্রুয়ারি ২০২২ সালে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির পদত্যাগ"। প্রথম আলো। ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "আনিছুর রহমান, সিনিয়র সচিবজ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "সিনিয়র সচিব হলেন আনিছুর রহমান"। দৈনিক যুগান্তর। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।
- ↑ ক খ স্টাফ করেসপন্ডেন্ট (২৪ অক্টোবর ২০২০)। "জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কাজে গতি বাড়ার নেপথ্যে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।
- ↑ স্টাফ রিপোর্টার (৭ জানুয়ারি ২০২০)। "জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে মো. আনিছুর রহমানের যোগদান"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন"। banglanews24.com। ২০২২-০২-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৬।