নাসিরউদ্দিন ফারুক

বাংলাদেশী ক্রিকেটার

নাসিরউদ্দিন ফারুক বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার। [১] তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৮৩ সালের ৩১ আগস্ট। বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ২০০৩/০৪ সালে বরিশাল বিভাগের হয়ে আত্মপ্রকাশ করেন এবং ২০০৬/৭০ মৌসুমে খেলেন। তিনি ২০০৩/০৪ থেকে ২০০৬/০৭ পর্যন্ত বাংলাদেশ এ দলের এবং ২০০৩/০৪ সালে বাংলাদেশ অনূর্ধ্ব -২৩ দলের প্রতিনিধিত্ব করেন।

নাসিরউদ্দিন ফারুক
ব্যক্তিগত তথ্য
জন্ম (1983-08-31) ৩১ আগস্ট ১৯৮৩ (বয়স ৪০)
ঢাকা, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনবাঁ হাতী
বোলিংয়ের ধরনডান বাহু
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৬গাজী গ্রুপ
২০১৪/১৫–২০১৫/১৬ঢাকা বিভাগ
২০০৩/০৪–২০১২/১২বরিশাল বিভাগ
ফাস্ট ক্লাস অভিষেক১০ ডিসেম্বর ২০০৩ বরিশাল বিভাগ বনাম ঢাকা বিভাগ
শেষফাস্ট ক্লাস৩১ অক্টোবর ২০১৫ ঢাকা বভাগ বনাম ঢাকা মহানগর
লিস্ট এ অভিষেক১৪ ডিসেম্বর ২০০৩ বরিশাল বিভাগ বনাম ঢাকা বিভাগ
শেষ লিস্ট এ৩০ মে ২০১৬ গাজী গ্রুপ বনাম ব্রাদার্স ইউনিয়ন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণী লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ৬৬ ৪৭
রানের সংখ্যা ২৯৬১ ১১৯৫ ২৭
ব্যাটিং গড় ২৮.৭৪ ২৮.৪৫ ২৭.০০
১০০/৫০ ৬/১৪ ১/৬ –/–
সর্বোচ্চ রান ১৪১ ১১৫ ২৭
বল করেছে ৪৪৪
উইকেট
বোলিং গড় ৯০.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/২৪ ০/১
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৭/– ১০/– –/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ১৫ ডিসেম্বর ২০১৬

ক্যারিয়ার সম্পাদনা

রেকর্ড ও পরিসংখ্যান সম্পাদনা

তিনি সিলেট বিভাগের বিপক্ষে সর্বোচ্চ ১৪১ করেন। ৬টি অর্ধশতক হাঁকিয়ে প্রথম-শ্রেণীর ২টি সেঞ্চুরি করেন। তার একদিনের ম্যাচে ১১৫ একই দলের বিপক্ষে স্কোর হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nasiruddin Faruque"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা