নারায়ণ স্বামী

ভারতীয় ক্রিকেটার

ভেঙ্কটরমন নারায়ণ স্বামী (উচ্চারণ; মালয়ালম: നാരായണൻ സ്വാമി; জন্ম: ২৩ মে, ১৯২৪ - মৃত্যু: ১ মে, ১৯৮৩) তৎকালীন ব্রিটিশ ভারতের কেরালার কোঝিকোদ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

নারায়ণ স্বামী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামভেঙ্কটরমন নারায়ণ স্বামী
জন্ম২৩ মে, ১৯২৪
কালিকট, কেরল, ব্রিটিশ ভারত
মৃত্যু১ মে ১৯৮৩(1983-05-01) (বয়স ৫৮)
দেরাদুন, উত্তরপ্রদেশ, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৭৬)
১৯ নভেম্বর ১৯৫৫ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৯
রানের সংখ্যা ২০১
ব্যাটিং গড় ০.০০ ১৪.৩৫
১০০/৫০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ৫৩
বল করেছে ১০৮ ২৯৩৬
উইকেট - ৬৮
বোলিং গড় - ২২.১৬
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৬/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ মে ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে সার্ভিসেস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন নারায়ণ স্বামী

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত নারায়ণ স্বামী’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। প্রথম-শ্রেণীর ক্রিকেটের প্রথম দুই খেলায় প্রত্যেক ইনিংসে পাঁচ-উইকেট লাভ করেছিলেন। ১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত রঞ্জী ট্রফিতে সার্ভিসেস দলের পক্ষে খেলেছিলেন। ১৯.১৮ গড়ে ৫৮ উইকেট পেয়েছিলেন।

মাদ্রাজে পড়াশুনো করেন। এরপর, ১৯৪৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন ও মেজর পদবী ধারনপূর্বক অবসর গ্রহণ করেন তিনি। চাকরি থেকে অবসর গ্রহণের পর নাসিক রোড ক্যাম্পের আর্টিলারি রেজিম্যান্টের কর্মকর্তার দায়িত্ব পালন করেন। জাতীয় দলে আর কোন খেলায় অংশ নিতে না পারলেও সার্ভিসেস দলের পক্ষে পঞ্চাশের দশকে খেলেছিলেন। সবগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়ে ২২.১৬ গড়ে ৬৮ উইকেট লাভ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন নারায়ণ স্বামী। কেরালায় জন্মগ্রহণকারী প্রথম টেস্ট ক্রিকেটারের মর্যাদা লাভ করেন। ১৯ নভেম্বর, ১৯৫৫ তারিখে হায়দ্রাবাদে ফতেহ ময়দানে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

দুই দেশের মধ্যকার উদ্বোধনী টেস্টে অংশ নেয়ার গৌরব অর্জন করেন। দুই ইনিংস মিলিয়ে ১৮ ওভার বোলিং করে ৪৫ রান খরচ করলেও কোন উইকেট লাভের অধিকারী হননি। এছাড়াও, ব্যাট হাতে মাঠে নেয়ার সুযোগ পাননি তিনি।

১ মে, ১৯৮৩ তারিখে ৫৮ বছর বয়সে উত্তরপ্রদেশের দেরাদুন এলাকায় নারায়ণ স্বামী’র দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. List of India Test Cricketers
  2. "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 
  3. "India – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা