নাথান লনচেও বম[১] পার্বত্য চট্টগ্রামের একজন বম জঙ্গি[২] এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নেতা[৩] যিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামক জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এর পাশাপাশি কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) জঙ্গি আর্মির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪] ২০১৭ সালে জঙ্গি সংগঠন কেএনএফ প্রতিষ্ঠার পর থেকে তাঁর অবস্থান অজানা।[১]

নাথান বম
জন্মআনু. ১৯৮০
রুমা উপজেলা, বান্দরবান, বাংলাদেশ
আনুগত্যকুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট
সেবা/শাখাকুকি-চিন ন্যাশনাল আর্মি
কার্যকাল২০১৭–বর্তমান
যুদ্ধ/সংগ্রামপার্বত্য চট্টগ্রাম সংঘাত
সন্তান

জীবন সম্পাদনা

নাথান রুমা উপজেলার হেডের পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের দাবী অনুযায়ী, তিনি আনু. ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন।[১] তাঁর স্ত্রী লাল শাম কিম বম একজন স্টাফ নার্স[৫][৬] দম্পতির একটি সন্তানও রয়েছে।[১]

নাথান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তরুণ বয়স তিনি থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-র যুব শাখার সদস্য ছিলেন। ২০০০ সালে, নাথান খাগড়াছড়ি শহরে মানবেন্দ্র নারায়ণ লারমার একটি ভাস্কর্য স্থাপন করেন।[১]

২০১৮ বাংলাদেশের সাধারণ নির্বাচনে, নাথান বম সম্প্রদায়ের প্রথম রাজনীতিবিদ হয়ে ৩০০তম সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।[১][৪]

তিনি দ্য বমজৌসহ বম সম্প্রদায় সম্পর্কে বেশ কয়েকটি বই লিখেছেন।[১]

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সম্পাদনা

২০০৮ সালে, নাথান কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে, তিনি কুকি-চিন ন্যাশনাল ভলান্টিয়ার্স (কেএনভি) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন। ২০১৭ সালে, কেএনভি-এর নাম পরিবর্তন করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) রাখা হয়।[১][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কে এই নাথান বম?"বাংলা ট্রিবিউন 
  2. "কুকি চিনের পরিকল্পনা কী, কোথা থেকে আসে টাকা"বাংলা ট্রিবিউন। ২০২৩-০২-২২। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৬ 
  3. https://en.somoynews.tv/news/2024-04-05/who-is-nathan-bom
  4. Pakbir, Mir Mosharref Hossain। "Kuki-Chin National Army: A fierce regional threat in sight"Daily Observer। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩ 
  5. প্রতিনিধি, বান্দরবান। "2 including KNF chief Nathan Bom's wife transferred"en.prothomalo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১ 
  6. "Wife of KNF chief, also nurse at Ruma hospital, transferred"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৪-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১ 
  7. "Who are these Kuki-Chin armies in the CHT?"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭