বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি সদর থানা।

নাটোর সদর থানা
থানা
ডাকনাম: নাটোর থানা
নাটোর সদর থানা বাংলাদেশ-এ অবস্থিত
নাটোর সদর থানা
নাটোর সদর থানা
বাংলাদেশে নাটোর সদর থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′০″ উত্তর ৮৮°৫৫′৩২″ পূর্ব / ২৪.৪১৬৬৭° উত্তর ৮৮.৯২৫৫৬° পূর্ব / 24.41667; 88.92556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানাটোর জেলা
সংসদীয় আসননাটোর-২
আয়তন
 • মোট৪০১.২৯ বর্গকিমি (১৫৪.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৪,০০,০৩০[১]
সাক্ষরতার হার
 • মোট৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর সদরের কানাইখালীতে নাটোর সদর থানা অবস্থিত।[২]

নাটোর সদর উপজেলার উত্তরে আত্রাই উপজেলা (নওগাঁ জেলা), উত্তর পশ্চিমে বাগমারা উপজেলা (রাজশাহী জেলা), পূর্বে সিংড়া উপজেলাগুরুদাসপুর উপজেলা, দক্ষিণে বড়াইগ্রাম উপজেলাবাগাতিপাড়া উপজেলা এবং পশ্চিমে (রাজশাহী জেলার) পুঠিয়া উপজেলাবাঘা উপজেলা[২]

নাটোর সদর থানার কার্যাবলী সম্পাদনা

  • গ্রেফতারী পরোয়ানা তামিল করা।
  • রাত্রীকালিন রনপাহারা জোরদার করা।
  • বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা।
  • বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চিহ্নিত মাধক ব্যাবসায়ীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
  • এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের আগমন রোধকল্পে প্রতিনিয়ত গাড়ী চেকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা।
  • থানায় আগত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত সুবিধা প্রদানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
  • স্কুল, কলেজ গামী ছাত্রীরা স্কুল/কলেজে যাতায়াতের সময় কোন বখাটে কর্তৃক যাতে ইভটিজিং এর শিকার না হয় সে জন্য শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত গামী রাস্তায় ও শিক্ষা প্রতিষ্টানের আশে-পাশে পুলিশি টহল ব্যবস্থা অব্যাহত রাখা।
  • বিভিন্ন স্থানে রাস্তার পাশে টানানো সাইন বোর্ডে উল্লেখিত পুলিশ কর্মকর্তাদের টেলিফোন নাম্বারে ফোন করে বখাটেদের সম্পর্কে তথ্য দিলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
  • থানা এলাকায় প্রতিটি হাট/বাজারে কমিটি গঠন করে আইনশৃংখলা সংক্রান্ত সভার মাধ্যমে পাহাড়ার ব্যবস্থা গ্রহণ করা।
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সমূহে বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং সংক্রান্ত সচেতনতামূলক সভা/সেমিনারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পুলিশি সহায়তা নেয়ার জন্য উৎসাহ প্রদান করা[৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪ 
  2. http://natoresadar.natore.gov.bd/node/98922 https://web.archive.org/web/20140330022619/http://natoresadar.natore.gov.bd/node/98922। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০/১০/২০১৮  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "নাটোর সদর থানা"www.police.natoresadar.natore.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২০