নাটখাট

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

নাটখাট বা নটখট (ইংরেজি শিরোনামঃ The Brat) ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষায় নির্মিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। রনি স্ক্রুওয়ালা ও বিদ্যা বালানের যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি শান ব্যাসের অভিষেক পরিচালনা। পরিচালক শান ব্যাস ও অনুকম্পা হর্ষ রচিত চিত্রানাট্যে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। ৩৩ মিনিটের এই চলচ্চিত্রে একজন মা, তার ছেলে সন্তানকে গল্পের মাধ্যমে লিঙ্গ সমতার বিষয়ে সচেতন করার প্রয়াস চিত্রিত হয়েছে। চলচ্চিত্রটির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। নাটখাটের মাধ্যমে বিদ্যা একই সাথে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় অভিষিক্ত হন।[১][২] চলচ্চিত্রটি উই আর ওয়ানঃ এ গ্লোবাল ফিল্ম ফেস্টিভালে প্রথম প্রদর্শিত হয়।[৩]

নাটখাট
'নাটখাট' চলচ্চিত্রের পোস্টার
The Brat
পরিচালকশান বিয়াস
প্রযোজকরনি স্ক্রুওয়ালা
বিদ্যা বালান
চিত্রনাট্যকারশান ব্যাস
অনুকম্পা হর্ষ
শ্রেষ্ঠাংশে
সুরকারকরণ গৌর
চিত্রগ্রাহকশচিন পিল্লাই
সম্পাদকশ্বেতা ভেংকট ম্যাথিউ
প্রযোজনা
কোম্পানি
আরএসভিপি মুভিজ
মুক্তি
  • ২ জুন ২০২০ (2020-06-02)
(প্রথম প্রদর্শনী)
স্থিতিকাল৩৩ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

গল্পসূত্র সম্পাদনা

নাটখাট চলচ্চিত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভারতীয় পরিবারের মা(বিদ্যা বালান) ও সন্তান সনু'র(সানিকা) সম্পর্কের গল্প।[৪] এই পরিবারে মায়ের ভূমিকা আর দশটি পুরুষ প্রধান পরিবারে ঘোমটার আড়ালে থাকা স্ত্রী'র মতই। খাওয়ার টেবিলে নারীদের চরিত্র বিশ্লেষণ করে সনুর বাবা(রাজ অর্জুন), সনু'র মাঝে 'পুরুষ হয়ে উঠা'র পাঠ দেন। অল্প বয়সী সনু'র মাঝে পুরুষতন্ত্রের পেশী প্রদর্শনের ভিত গড়ে ওঠে। সনু'র মা ঠিক করেন ছেলেকে অল্প বয়স থেকেই লিঙ্গ সমতার ধারণা দেবেন। বৈষম্য নয়, নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবেন। গল্প শুনিয়ে ক্ষমতার সমীকরণ, লিঙ্গ সমতা, সম্মানসহ আরও অনেক কিছু সম্পর্কে ৭ বছর বয়সী সনু'র দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করেন মা।[৫]

কুশীলব সম্পাদনা

  • সানিকা পাটেল - সনু।
  • রাজ অর্জুন - সনু'র বাবা।
  • বিদ্যা বালান - সুরেখা, সনু'র মা।
  • অতুল তিওয়ারি - সনু'র দাদা।
  • নিবেদিতা বাউন্থিয়াল
  • স্পর্শ শ্রীবাস্তব - সনু'র চাচা।
  • অরিরাজ পাটেল - ভুসা

নির্মাণ সম্পাদনা

মধ্যেপ্রদেশের হারদা শহরে নাটখাটের অধিকাংশ চিত্রগ্রহণ করা হয়। চলচ্চিত্রটির 'ইনডোর' দৃশ্যসমূহ মুম্বাইয়ে চিত্রিত হয়েছে। এই চলচ্চিত্রের অধিকাংশ অভিনয় শিল্পীদের পূর্বাভিজ্ঞতা ছিলনা। চিত্রনাট্যে সনু'র চরিত্রটি একটি ছেলের হলেও শিল্পী নির্বাচনের সময় একজন মেয়ে- সানিকা পাটেলকে নেয়া হয়।[৬] ২০১৯-এ নাটখাটের পূর্ণ চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৭]

প্রচারণা ও মুক্তি সম্পাদনা

২৬ মে, ২০২০-এ বিদ্যা বালান তার টুইটার একাউন্টে নাটখাটের পোস্টার প্রকাশের মাধ্যমে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।[৫][৮] ২ জুন,২০২০-এ উই আর ওয়ানঃ এ গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল-এর পঞ্চম দিনে ইউটিউবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শণ করা হয়।[৩]

অভ্যর্থনা সম্পাদনা

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় শুভ্র গুপ্ত এই চলচ্চিত্রকে "পিতৃতন্ত্রের ডাক দেয় এমন চলচ্চিত্রের তালিকায় (নাটখাট) মূল্যবান সংযোজন এবং এটি (পিতৃতন্ত্রের) সম্পূর্ণরূপে ক্ষতির কারণ হতে পারে"-মর্মে মন্তব্য করেছেন।[৯] হিন্দুস্তান টাইমস পত্রিকায় জ্যোতি শর্মা বাওয়া পরিচালক শান বিয়াসকে 'মহিলারা পুরুষতন্ত্রের কাঠামোগত চাপে পৃষ্ট ও পুরুষদের নগ্ন পেশী প্রদর্শণ থেকে তাদের শক্তি পাওয়ার' বিষয়টি কার্যকরভাবে চিত্রায়ণের জন্য প্রশংসা করেন। তিনি মায়ের ভূমিকায় "সরল এবং উপযোগী" অভিনয়ের জন্য বিদ্যা'র প্রশংসা করেন।[১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নাটখাট প্রযোজক বিদ্যা"দৈনিক বর্তমান। ২০১৯-০৭-২৪। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  2. "Vidya Balan: I am a work-in-progress feminist"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০১। ২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২ 
  3. "ইউটিউবে বৈশ্বিক চলচ্চিত্র উৎসব: পঞ্চম দিনে বিদ্যার স্বল্পদৈর্ঘ্য ছবি"বাংলা ট্রিবিউন। ২০২০-০৬-০২। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  4. "মা-সন্তানের সম্পর্কের গল্প, মুক্তি পেল বিদ্যা বালনের প্রথম শর্ট ফিল্ম 'নটখট'"bengali.news18.com। ২০২০-০৬-০২। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  5. "স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিদ্যা বালান"দৈনিক সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-৩১। ২০২২-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  6. "'Films are about visualising the script, seeing magic in scenes': Shaan Vyas"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০২। আইএসএসএন 0971-751X। ২০২০-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  7. "লিঙ্গ রাজনীতি, বড় হওয়ার 'নটখট' এবং বিদ্যা বালন..."এই সময়। ২০২০-০৬-০৯। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  8. ""Ek kahaani sunoge...?" Presenting the first look of my first short film both as actor and producer"বিদ্যা বালান। ২০২০-০৫-২৬। ২০২০-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০টুইটার-এর মাধ্যমে। 
  9. "Natkhat: The Vidya Balan short film is compelling"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০২। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 
  10. "Natkhat movie review: Vidya Balan's short film will leave you shaken but hopeful"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৪। ২০২০-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা