আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট

চট্টগ্রাম জেলার একটি কওমি মাদ্রাসা
(নাজিরহাট বড় মাদ্রাসা থেকে পুনর্নির্দেশিত)

আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট যা নাজিরহাট বড় মাদ্রাসা নামে সর্বাধিক পরিচিত, বাংলাদেশের একটি প্রাচীন কওমি মাদ্রাসা। ১৯১২ সালে দারুল উলুম হাটহাজারীর আদলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আশরাফ আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এটি প্রতিষ্ঠা করেন সুফি আজিজুর রহমান। বর্তমানে মাদ্রাসার মহাপরিচালক হাবিবুর রহমান কাসেমী এবং মোতাওয়াল্লি ইয়াহইয়া আলমপুরী[]

আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯১২ ইং
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যহাবিবুর রহমান কাসেমী
অবস্থান
২২°৩৮′০০″ উত্তর ৯১°৪৭′৪১″ পূর্ব / ২২.৬৩৩৪১° উত্তর ৯১.৭৯৪৭৪° পূর্ব / 22.63341; 91.79474
শিক্ষাঙ্গনপৌরসভা
সংক্ষিপ্ত নামনাজিরহাট বড় মাদ্রাসা
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৩৩০ হিজরি মোতাবেক ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রথম মহাপরিচালক ছিলেন সুফি আজিজুর রহমান[][] এরপর ১৯২৫ সালে মাওলানা নুর আহমদ এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭ সালে তার মৃত্যুবরণের পর থেকে ২০০৪ পর্যন্ত মুহতামিমের দায়িত্ব পালন করেন মুহাম্মদ শামসুদ্দিন। ২০০৪ সালে মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত হন শাহ ইদ্রিস। তিনি ২০২০ সালের মে মাসে মৃত্যুবরণ করেন।[] ইদ্রিসের মৃত্যুবরণের পর মাদ্রাসার মহাপরিচালক নিযুক্ত করা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মজলিশে শূরা হাবিবুর রহমান কাসেমীকে মহাপরিচালক নিযুক্ত করে।[][] ১৯৯৩ সাল থেকে মাদ্রাসার মুখপত্র মাসিক দাওয়াতুল হক প্রকাশিত হচ্ছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাজিরহাট বড় মাদ্রাসার মোতাওয়াল্লি হলেন মুহাম্মদ ইয়াহ্ইয়া"দৈনিক যুগান্তর। ২৩ জানুয়ারি ২০২২। 
  2. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ২৮৬। 
  3. সাইয়েদ, আহসান (২০০৬)। বাংলাদেশে হাদীছ চর্চা উৎপত্তি ও ক্রমবিকাশ। সেগুনবাগিচা, ঢাকা: অ্যাডর্ন পাবলিকেশন্স। পৃষ্ঠা ৯৯। আইএসবিএন 9842000184 
  4. "নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিমের ইন্তেকাল"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০১ 
  5. "নাজিরহাট মাদ্রাসার মুহতামিম হাবিবুর রহমান কাসেমী"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১ 
  6. "সরতে হলো ছলিমুল্লাহকে, নাজিরহাট বড় মাদ্রাসার নুতন মুহতামিম কাসেমী"চট্টগ্রাম প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা