২১ নভেম্বর
তারিখ
(নভেম্বর ২১ থেকে পুনর্নির্দেশিত)
<< | নভেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
২০২৪ |
২১ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৫তম (অধিবর্ষে ৩২৬তম) দিন। বছর শেষ হতে আরো ৪০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৭৮৩ - মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
- ১৮০৬ - ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
- ১৮৭৭ – টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।
- ১৯১৮ - জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
- ১৯৪৫ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
- ১৯৪৭ - স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।
- ১৯৭১ - বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।[১]
- ১৯৭৯ - উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
- ১৯৯৪ - নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।
- ২০০২ - ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।
জন্ম
সম্পাদনা- ১৬৯৪ - ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।(মৃ.৩০/০৫/১৭৭৮)
- ১৮১৮ - লুইস হেনরি মর্গান, মার্কিন নৃবিজ্ঞানী।
- ১৯০৪ - হরেন ঘটক, বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার। (মৃ.১৯৯৩)
- ১৯২১ -
- হীরালাল চৌধুরী, প্রণোদিত প্রজননের জনক, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।(মৃ.১২/০৯/২০১৪)
- বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
- ১৯৬৬ - কবির বকুল, বাংলাদেশের গীতিকার।
- ১৯৯১ - আলমাজ আয়ানা, ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।
মৃত্যু
সম্পাদনা- ১৯৭০ - চন্দ্রশেখর ভেঙ্কট রামন, নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ। (জ.০৭/১১/১৮৮৮)
- ১৯৭৪ - পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক।(জ.১০/০৯/১৮৯০)
- ১৯৮৬ - সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক। (জ.১৯১৫)
- ১৯৯৫ - সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক।
- ১৯৯৬ - আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।(জ.২৯/০১/১৯২৬)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- বিশ্ব টেলিভিশন দিবস
- সশস্ত্র বাহিনী দিবস (বাংলাদেশ)
- COPD (Chronic Obstructive Pulmonary Diseases) দিবস।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Salik, Siddiq, Witness to Surrender, p123
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২১ নভেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |