সেক্টর ৫, সল্টলেক
সেক্টর ৫ বা সেক্টর ফাইভ, দাপ্তরিক নাম নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা মহানগর এলাকার একটি কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা, যা কলকাতা তথা পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি (আইটি) কেন্দ্র হিসাবে পরিচিত।[১] সল্টলেকে অবস্থিত এই বাণিজ্যিক এলাকার আয়তন ৪৩০ একর (১৭,০০,০০০ মি২)।[২][৩]
সেক্টর ৫ | |
---|---|
কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা | |
নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৩৭″ উত্তর ৮৮°২৬′০২″ পূর্ব / ২২.৫৭৬৯৪° উত্তর ৮৮.৪৩৩৮৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
মহানগর এলাকা | কলকাতা |
সরকার | |
• শাসক | নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ) |
আয়তন | |
• মোট | ১৭০ হেক্টর (৪৩০ একর) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা (পিন) | ৭০০০৯১ |
এলাকা কোড | ০৩৩ |
থানা | সেক্টর ৫ (বিধাননগর পুলিশ কমিশনারেট) |
বিধানসভা কেন্দ্র | বিধাননগর, রাজারহাট গোপালপুর |
লোকসভা কেন্দ্র | দমদম, বারাসাত |
ওয়েবসাইট | https://ndita.org/ |
ইতিহাস
সম্পাদনাসল্টলেক পাঁচটি সেক্টরে বিভক্ত, যার মধ্যে সেক্টর ৫ হচ্ছে বাণিজ্যিক সেক্টর। ১৯৯৫ সালের আগে সেক্টর ৫ বিধাননগর পৌরসভারর অধীনে ছিল। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স গঠনের পর ঐ এলাকায় দ্রুতহারে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি (আইটি) শিল্পের বিকাশ হচ্ছিল। যার ফলে পশ্চিমবঙ্গ সরকার "পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩"-এর ধারা ৩৮৫এ অনুযায়ী একটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ২০০৬ সালের ৩১ জানুয়ারিতে এক ঘোষণার পর নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ) গঠন করা হয়েছিল।[৩]
সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স
সম্পাদনা১৯৮৯ সালে বৈদ্যুতিন শিল্প বিকাশের জন্য পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল) সেক্টর ৫-এর ৮৭.৫৫ একর (৩,৫৪,৩০০ মি২) আয়তন জুড়ে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স গঠন করেছিল।[৪] প্রথমদিকে একে এটি বৈদ্যুতিন শিল্পতালুক হিসাবে তৈরি করা হয়েছিল, যেখানে ছোট, মাঝারি ও বড় বৈদ্যুতিন কারখানা থাকবে। তবে কলকাতা বিমানবন্দরের নৈকট্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই শিল্পতালুককে একটি আইটি-বিপিও কেন্দ্র হিসাবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল।[৫] এটিই কলকাতা মহানগর এলাকার প্রথম সফটওয়্যার প্রযুক্তি প্রাঙ্গণ। ১৯৯৯ সালে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের ১৩৫ একর (৫,৫০,০০০ মি২) আয়তন জুড়ে ১৬০টি কোম্পানি ছিল।[৬] ২০০৬ সালে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সে ১৭০টির বেশি আইটি/আইটিইএস, জীবপ্রযুক্তি ও ঔষধ কোম্পানি ছিল।[৭] ২০১৯ সালে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের ১৫০ একর (৬,১০,০০০ মি২) আয়তন জুড়ে ৬৩টি বৈদ্যুতিন কারখানা, ২০০টির বেশি আইটি/আইটিইএস কোম্পানি ও অন্যান্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা ছিল।[৮][৯]
পরিবহন
সম্পাদনাকলকাতা মহানগর এলাকার অন্যান্য প্রান্তের মতোই এই এলাকায় পরিবহন মাধ্যমের মধ্যে রয়েছে সরকারি/বেসরকারি বাস, ট্যাক্সি, অটোরিকশা ও বৈদ্যুতিক রিকশা। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, কলকাতা মেট্রোর লাইন ২-এর সল্টলেক সেক্টর ৫—শিয়ালদহ অংশ সেক্টর ৫-কে বিধাননগরের কিছু অংশ, ফুলবাগান ও শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত করে। শিয়ালদহ—এসপ্ল্যানেড অংশের নির্মাণ সম্পন্ন হলে লাইন ২ সেক্টর ৫-কে এসপ্ল্যানেড, বিবাদী বাগ ও হাওড়ার সাথে সংযুক্ত করবে। এছাড়া নির্মাণাধীন লাইন ৬ সেক্টর ৫-কে নিউ গড়িয়া, নিউ টাউন ও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত করবে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ MP, Team (এপ্রিল ১৫, ২০২২)। "Sector V set to get its tallest commercial hub with 28 floors"। www.millenniumpost.in।
- ↑ "Position paper of Sec V land being prepared"। The Times of India। জুন ২৫, ২০১১।
- ↑ ক খ "Welcome To Nabadiganta Industrial Township Authority"। ndita.org।
- ↑ "West Bengal Electronic Industry Development Corporation Ltd v. Shanta Projects P Ltd & Ors, Calcutta High Court, Judgment, Law, casemine.com"।
- ↑ Roy, Tasmayee Laha (জুন ৬, ২০১২)। "Salt Lake makes futuristic wave, boasts of mini Silicon Valley at Sector V"। The Economic Times।
- ↑ "WEBEL TO RECAST LOSS-MAKING UNITS"। www.telegraphindia.com।
- ↑ Parbat, Kalyan (আগস্ট ১৩, ২০০৬)। "Buddha's dream: IT hub in Salt Lake"। The Economic Times।
- ↑ "District Industrial Profile" (পিডিএফ)। sisikolkata.gov.in।
- ↑ "Brief Industrial Profile of NORTH 24 -PARGANAS DISTRICT WEST BENGAL" (পিডিএফ)। dcmsme.gov.in।