নন্দিনী (২০২৪-এর চলচ্চিত্র)
নন্দিনী ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান এবং চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। নয়নতারা লিমিটেডের ব্যানারে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত ও বাংলাদেশের নাজিরা মৌ।[১] পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া এবং ইলোরা গহর।
নন্দিনী | |
---|---|
পরিচালক | সোয়াইবুর রহমান |
চিত্রনাট্যকার | তামজীদ রহমান |
উৎস | পরিতোষ বাড়ৈ কর্তৃক নরক নন্দিনী |
শ্রেষ্ঠাংশে | |
প্রযোজনা কোম্পানি | নয়নতারা লিমিটেড |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নন্দিনী চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের পরিচালনায় এবং টেলিভিশন অভিনেত্রী নাজিরা মৌ চলচ্চিত্রে অভিষেক করে।
অভিনয়শিল্পী
সম্পাদনানির্মাণ
সম্পাদনা২০১৯ সালে সিনেমাটির শুটিং হয়। সেই সময়ে বেশ কয়েকবার শুটিং হয়েও শিডিউলসহ বেশ কিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। পরে শুরু হয় করোনা। এর মধ্যেই সিনেমাটির বাকি কাজ শেষ হয়। তারপর সিনেমাটির পোস্টের কাজ শেষ করে মুক্তির প্রক্রিয়ায় এগোতে থাকেন পরিচালক। গত বছর সিনেমাটি সেন্সর পেলেও পরবর্তী সময়ে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২৪ সালের ২ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৭-১৪)। "অবশেষে মুক্তি পাচ্ছে ইন্দ্রনীল ও মৌ অভিনীত 'নন্দিনী'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে নন্দিনী
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নন্দিনী (ইংরেজি)