নতুন ভারেঙ্গা ইউনিয়ন

পাবনা জেলার বেড়া উপজেলার একটি ইউনিয়ন

নতুন ভারেঙ্গা ইউনিয়ন পাবনা জেলা, বেড়া উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বেড়া থানার অন্তর্গত। এটি বেড়া উপজেলার অন্যতম পুরাতন একটি ইউনিয়ন।

নতুন ভারেঙ্গা ইউনিয়ন
ইউনিয়ন
নতুন ভারেঙ্গা ইউনিয়ন রাজশাহী বিভাগ-এ অবস্থিত
নতুন ভারেঙ্গা ইউনিয়ন
নতুন ভারেঙ্গা ইউনিয়ন
নতুন ভারেঙ্গা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
নতুন ভারেঙ্গা ইউনিয়ন
নতুন ভারেঙ্গা ইউনিয়ন
বাংলাদেশে নতুন ভারেঙ্গা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৯′২৯″ উত্তর ৮৯°৩৮′৩৬″ পূর্ব / ২৩.৯৯১৩৯° উত্তর ৮৯.৬৪৩৩৩° পূর্ব / 23.99139; 89.64333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাবেড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনপাবনা ১
আয়তন
 • মোট১৬.৩৯ বর্গকিমি (৬.৩৩ বর্গমাইল)
জনসংখ্যা (আদমশুমারী ২০১১)
 • মোট১৯,৮৪৬
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থানসম্পাদনা

নতুন ভারেঙ্গা ইউনিয়নের উত্তরে রয়েছে কৈটলা ইউনিয়ন, দক্ষিণে পুরান ভারেঙ্গা ইউনিয়ন ও জাতসাখিনী ইউনিয়ন, পূর্ব দিকে মানিকগঞ্জ জেলা এবং পশ্চিমে চাকলা ইউনিয়ন। এই ইউনিয়নের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে যমুনা নদী।

ইউনিয়ন পরিষদসম্পাদনা

২ নং নতুন ভারেঙ্গা ইউনিয়ন[১] পরিষদ এই ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে অবস্থিত। এখন পর্যন্ত কোনো স্থায়ী কোনো পরিষদ ভবন নির্মান হয় নাই।

এই পরিষদ ১ জন চেয়ারম্যান, ৯ জন সদস্য ও ৩ জন মহিলা সদস্য নিয়ে গঠিত।

গ্রামসম্পাদনা

  1. বকচর ( ১ নং ওয়ার্ড )
  2. নতুন ভারেঙ্গা ( ২ নং ওয়ার্ড )
  3. সাফুল্লাপাড়া ( ৩ নং ওয়ার্ড )
  4. বাকসোয়াপাড়া ( ৩ নং ওয়ার্ড )
  5. সোনাপদ্মা ( ৪ নং ওয়ার্ড )
  6. বাটিয়াখড়া ( ৬নং ওয়ার্ড )
  7. নেওলাইপাড়া ( ৫ নং ওয়ার্ড )
  8. রাকসা ( ৭ নং ওয়ার্ড )
  9. চকপাড়া ( ৭ নং ওয়ার্ড )
  10. আগবাগসোয়া ( ৮ নং ওয়ার্ড )
  11. পূর্ব শ্রীকন্ঠদিয়া ( ৯ নং ওয়ার্ড )
  12. নতুন বাটিয়া খড়া ( ৬ নং ওয়ার্ড )
  13. মরিচা পাড়া ( ৫ নং ওয়ার্ড )

যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা

জেলা সদর হতে এই ইউনিয়নের দুরুত্ব প্রায় ৫১ কিমি । সরাসরি বাস যোগে জেলা সদরের সাথে যাতায়াতের ব্যবস্থা আছে।

উপজেলা/পৌরসভা থেকে ইউনিয়নের দুরুত্ব প্রায় ১৩ কিমি। সিএনজি, ভ্যান, অটো রিক্সা যোগে ভালভাবে যাতায়াত করা যায়।

আয়তন ও জনসংখ্যাসম্পাদনা

এই ইউনিয়নের আয়তন প্রায় ১৬.৩৯ বর্গ কিমি এবং জনসংখ্যা প্রায় ১৯৮৪৬[২] জন।[৩]

হাট বাজারসম্পাদনা

এই ইউনিয়নে হাট বাজারের তালিকা

  • রাকসা বাজার[৪]
  • নতুন ভারেঙ্গা ( নতুন বাজার )
  • বাটিয়াখড়া বাজার
  • খয়ের বাগান বাজার[৫]

পোষ্ট অফিসসম্পাদনা

এই ইউনিয়নে একটি পোষ্ট অফিস আছে, যেটি ইউনিয়নের নতুন ভারেঙ্গা গ্রামে অবস্থিত।[৬]

এই পোষ্ট অফিসের পোষ্টাল কোড ৬৬৮৩

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়

  • ২৪ নং রাকসা সাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরিচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ৫ নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আগবাগসোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ২৫ নং বাটিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ৫১ নং চরসাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্বশ্রীকন্ঠদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়

  • নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়, সোনাপদ্মা
  • ভারেঙ্গা একাডেমি
  • পূর্বশ্রীকন্ঠদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বেসরকারী স্কুল

  • তজিমুদ্দীন কিন্ডার গার্ডেন এন্ড কোচিং সেন্টার ( বর্তমান বন্ধ )
  • ফুলকুড়ি মডেল স্কুল, নতুন ভারেঙ্গা
  • যমুনা প্রি-ক্যাডেট স্কুল, রাকসা বাজার
  • এ আর চাইল্ড ভিশন ইন্টারন্যাশনাল স্কুল, বকচর

মাদ্রাসা

  • যয়নব বিনতে জাহ্শ ( রাঃ ) মহিলা মাদ্রাসা, রাকসা
  • রাকসা বাজার বাতেনিয়া হাফেজিয়া মাদ্রাসা।
  • বাটিয়াখড়া ইসলামিয়া মাদ্রাসা
  • এছাড়াও মসজিদ ভিত্তিক কিছু মাদ্রাসা চালু আছে প্রায় সকল মসজিদে।

ব্যক্তিত্বসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "নতুন ভারেঙ্গা ইউনিয়ন" 
  2. "বেড়া উপজেলা"bera.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  3. "আয়তন এবং জনসংখ্যা"বেড়া উপজেলা। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Raksha bazar"গুগল মানচিত্র 
  5. "হাটবাজারের তালিকা"notunvarengaup.pabna.gov.bd। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  6. "Notun Bharenga Post Office, Rajshahi"placesmap.net। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০