নতুন ভারেঙ্গা ইউনিয়ন
নতুন ভারেঙ্গা ইউনিয়ন পাবনা জেলা, বেড়া উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বেড়া থানার অন্তর্গত। এটি বেড়া উপজেলার অন্যতম পুরাতন একটি ইউনিয়ন।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে নতুন ভারেঙ্গা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৯′২৯″ উত্তর ৮৯°৩৮′৩৬″ পূর্ব / ২৩.৯৯১৩৯° উত্তর ৮৯.৬৪৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | বেড়া উপজেলা |
আসন | পাবনা ১ |
আয়তন | |
• মোট | ১৬.৩৯ বর্গকিমি (৬.৩৩ বর্গমাইল) |
জনসংখ্যা (আদমশুমারী ২০১১) | |
• মোট | ১৯,৮৪৬ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৮৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনানতুন ভারেঙ্গা ইউনিয়নের উত্তরে রয়েছে কৈটলা ইউনিয়ন, দক্ষিণে পুরান ভারেঙ্গা ইউনিয়ন ও জাতসাখিনী ইউনিয়ন, পূর্ব দিকে মানিকগঞ্জ জেলা এবং পশ্চিমে চাকলা ইউনিয়ন। এই ইউনিয়নের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে যমুনা নদী।
ইউনিয়ন পরিষদ
সম্পাদনা২ নং নতুন ভারেঙ্গা ইউনিয়ন[১] পরিষদ এই ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে অবস্থিত। এখন পর্যন্ত কোনো স্থায়ী কোনো পরিষদ ভবন নির্মান হয় নাই।
এই পরিষদ ১ জন চেয়ারম্যান, ৯ জন সদস্য ও ৩ জন মহিলা সদস্য নিয়ে গঠিত।
গ্রাম
সম্পাদনা- বকচর ( ১ নং ওয়ার্ড )
- নতুন ভারেঙ্গা ( ২ নং ওয়ার্ড )
- সাফুল্লাপাড়া ( ৩ নং ওয়ার্ড )
- বাকসোয়াপাড়া ( ৩ নং ওয়ার্ড )
- সোনাপদ্মা ( ৪ নং ওয়ার্ড )
- বাটিয়াখড়া ( ৬নং ওয়ার্ড )
- নেওলাইপাড়া ( ৫ নং ওয়ার্ড )
- রাকসা ( ৭ নং ওয়ার্ড )
- চকপাড়া ( ৭ নং ওয়ার্ড )
- আগবাগসোয়া ( ৮ নং ওয়ার্ড )
- পূর্ব শ্রীকন্ঠদিয়া ( ৯ নং ওয়ার্ড )
- নতুন বাটিয়া খড়া ( ৬ নং ওয়ার্ড )
- মরিচা পাড়া ( ৫ নং ওয়ার্ড )
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাজেলা সদর হতে এই ইউনিয়নের দুরুত্ব প্রায় ৫১ কিমি । সরাসরি বাস যোগে জেলা সদরের সাথে যাতায়াতের ব্যবস্থা আছে।
উপজেলা/পৌরসভা থেকে ইউনিয়নের দুরুত্ব প্রায় ১৩ কিমি। সিএনজি, ভ্যান, অটো রিক্সা যোগে ভালভাবে যাতায়াত করা যায়।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাএই ইউনিয়নের আয়তন প্রায় ১৬.৩৯ বর্গ কিমি এবং জনসংখ্যা প্রায় ১৯৮৪৬[২] জন।[৩]
হাট বাজার
সম্পাদনাএই ইউনিয়নে হাট বাজারের তালিকা
পোষ্ট অফিস
সম্পাদনাএই ইউনিয়নে একটি পোষ্ট অফিস আছে, যেটি ইউনিয়নের নতুন ভারেঙ্গা গ্রামে অবস্থিত।[৬]
এই পোষ্ট অফিসের পোষ্টাল কোড ৬৬৮৩
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়
- ২৪ নং রাকসা সাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৫ নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আগবাগসোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ২৫ নং বাটিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ৫১ নং চরসাফুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্বশ্রীকন্ঠদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
- নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়, সোনাপদ্মা
- ভারেঙ্গা একাডেমি
- পূর্বশ্রীকন্ঠদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
বেসরকারী স্কুল
- তজিমুদ্দীন কিন্ডার গার্ডেন এন্ড কোচিং সেন্টার ( বর্তমান বন্ধ )
- ফুলকুড়ি মডেল স্কুল, নতুন ভারেঙ্গা
- যমুনা প্রি-ক্যাডেট স্কুল, রাকসা বাজার
- এ আর চাইল্ড ভিশন ইন্টারন্যাশনাল স্কুল, বকচর
মাদ্রাসা
- যয়নব বিনতে জাহ্শ ( রাঃ ) মহিলা মাদ্রাসা, রাকসা
- রাকসা বাজার বাতেনিয়া হাফেজিয়া মাদ্রাসা।
- বাটিয়াখড়া ইসলামিয়া মাদ্রাসা
- এছাড়াও মসজিদ ভিত্তিক কিছু মাদ্রাসা চালু আছে প্রায় সকল মসজিদে।
ব্যক্তিত্ব
সম্পাদনা- এয়ার ভাইস মার্শাল (অব.) এ.কে. খন্দকার
- বিপ্লবী মোহিতমোহন মৈত্র
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন ভারেঙ্গা ইউনিয়ন"।
- ↑ "বেড়া উপজেলা"। bera.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "আয়তন এবং জনসংখ্যা"। বেড়া উপজেলা। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Raksha bazar"। গুগল মানচিত্র।
- ↑ "হাটবাজারের তালিকা"। notunvarengaup.pabna.gov.bd। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "Notun Bharenga Post Office, Rajshahi"। placesmap.net। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।