নতুন প্রাকৃতিক সপ্তাচার্য

নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য (২০০৭-২০১১) হল বৈশ্বিক ভোটের মাধ্যমে মানুষের দ্বারা নির্বাচিত সাতটি প্রাকৃতিক আশ্চর্যের একটি তালিকা তৈরি করার জন্য ২০০৭ সালে শুরু হওয়া একটি উদ্যোগ। সুইস বংশোদ্ভূত কানাডিয় বার্নার্ড ওয়েবারের নেতৃত্বে[১][২] এবং তার প্রতিষ্ঠিত সুইস-ভিত্তিক ফাউন্ডেশন নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন দ্বারা সংগঠিত ইন্টারনেট-ভিত্তিক ভোটের একটি ধারাবাহিকের মধ্যে এটি ছিল দ্বিতীয়।[৩] এই উদ্যোগটি পূর্ববর্তী বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নামক প্রচারাভিযানকে অনুসরণ করে এবং ২০১১ সালের ১১ নভেম্বর, ভোট শেষ হওয়ার আগে সারা বিশ্ব থেকে ১০০ মিলিয়ন ভোট গ্রহণ করে।[৪]

মানচিত্রে চূড়ান্ত তালিকায় থাকা ২৮টি (লাল বিন্দু) এবং বর্তমানে সংরক্ষিত তালিকায় থাকা (কালো বিন্দু) ৪২টি অন্যান্য প্রার্থী স্থানের অবস্থান নির্দেশ করে।

বিজয়ী সম্পাদনা

স্থান দেশ(সমূহ) চিত্র
আমাজন অতিবৃষ্টি অরণ্য এবং নদী   ব্রাজিল,   Bolivia   কলম্বিয়া,   ইকুয়েডর,   ফরাসি গায়ানা (ফ্রান্স),   গায়ানা,   পেরু,   সুরিনাম,   ভেনেজুয়েলা  
হা লং উপসাগর   ভিয়েতনাম  
চেজু দ্বীপ   দক্ষিণ কোরিয়া  
ইগুয়াসু / ইগুয়াচু জলপ্রপাত   আর্জেন্টিনা,   ব্রাজিল  
পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী জাতীয় উদ্যান   ফিলিপাইন  
কমোডো দ্বীপ (জাতীয় উদ্যান)   ইন্দোনেশিয়া  
টেবিল পর্বত (জাতীয় উদ্যান)   দক্ষিণ আফ্রিকা  

চূড়ান্ত তালিকা সম্পাদনা

স্থান দেশ চিত্র
বু তিনাহ   সংযুক্ত আরব আমিরাত  
মৃত সাগর   জর্ডান   ইসরায়েল  
গ্রেট ব্যারিয়ার রিফ   অস্ট্রেলিয়া  
জেইটা গ্রোটো   লেবানন  
কিলিমাঞ্জারো (জাতীয় উদ্যান)   তানজানিয়া  
মাসুরিয়ান হ্রদ জেলা   পোল্যান্ড  
সুন্দরবন   বাংলাদেশ  
মালদ্বীপ   মালদ্বীপ  
অ্যাঞ্জেল জলপ্রপাত   ভেনেজুয়েলা  
ফান্ডি উপসাগর (জাতীয় উদ্যান)   কানাডা  
কালো বন পর্বতশ্রেণী   জার্মানি  
মোহের পর্বতগাত্র   আয়ারল্যান্ড  
এল ইউঙ্কে   পুয়ের্তো রিকো  
গালাপাগোস দ্বীপপুঞ্জ (জাতীয় উদ্যান)   ইকুয়েডর  
গ্র্যান্ড ক্যানিয়ন (জাতীয় উদ্যান)   মার্কিন যুক্তরাষ্ট্র  
ম্যাটারহর্ন / সার্ভিনো   ইতালি,    সুইজারল্যান্ড  
মিলফোর্ড সাউন্ড   নিউজিল্যান্ড  
কর্দমাগ্নেয়গিরি   আজারবাইজান  
উলুরু (জাতীয় উদ্যান)   অস্ট্রেলিয়া  
ভিসুভিয়াস (জাতীয় উদ্যান)   ইতালি  
ইউশান (জাতীয় উদ্যান)   তাইওয়ান  

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The project founder Bernard Weber - A Short History - World of New7Wonders"World of New7Wonders। ২০১৪-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৮ 
  2. "The project founder"About New7Wonders (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬ 
  3. "Learn about New 7 Wonders"World of New 7 Wonders 
  4. "Voting procedure"World of New7Wonders। ২০১৩-০৩-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা