ধূসর মুকুটওয়ালা ছোট কাঠঠোকরা

পাখির প্রজাতি

ধূসর মুকুটওয়ালা ছোট কাঠঠোকরা (Picoides canicapillus) হল একটি এশিয়ার পাখি যারা কাঠঠোকরা পরিবারের অন্তর্গত।

ধূসর মুকুটওয়ালা ছোট কাঠঠোকরা
মহিলা পাখি জয়ন্তীতে বক্সা জাতীয় উদ্যানে (জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ, ভারত)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পাখি
বর্গ: পিসিফর্মিস
পরিবার: কাঠঠোকরা
গণ: পিকোইডেস
প্রজাতি: P. canicapillus
দ্বিপদী নাম
Picoides canicapillus
(ব্লাইদ, ১৮৪৫)
প্রতিশব্দ

Dryobates semicoronatus
Picoides canicapillus[২]

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা।

এটা একটি ছোট, কালো রঙের কাঠঠোকরা যাদের কালো কণীনিকা থাকে। ঘন কালো এবং ওপরে সাদা রঙ, এদের সাধারণত কম ঘন মধ্যেকার লেজ থাকে। এদের মাথার ঝুঁটি ঘন বাদামী রঙের হয়, এর সাথে পুরুষ পাখিদের ঘাড় হয় লাল রঙের, গাঢ় কালো চোখের পাতা এবং সরু কালো গাল থাকে যাদের ওপরে সাদা রঙের ছিট ছিট থাকে।

বিস্তৃতি

সম্পাদনা

এদেরকে প্রধানত দেখতে পাওয়া যায় বাংলাদেশ, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, গণচীন, ভারত, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, রাশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, এবং ভিয়েতনাম

স্বভাব

সম্পাদনা

এদের স্বাভাবিক স্বভাব হল ক্রান্তীয় ও উপক্রান্তীয় নিম্নভূমি এবং জঙ্গল, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় ম্যানগ্রোভ জঙ্গল, এবং ক্রান্তীয় এবং উপক্রান্তীয় পার্বত্য অরণ্য জায়গায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. BirdLife International (২০১২)। "Dendrocopos canicapillus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Picoides canicapillus