দেবরুখে ব্রাহ্মণ

হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি শাখা

দেবরুখে ব্রাহ্মণ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণদের পাঁচটি উপ-বর্ণের একটি।[] এই সম্প্রদায়টি অন্যান্য মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ যেমন দেশস্থকোঙ্কণস্থ ও কর্হাদে ব্রাহ্মণদের তুলনায় সংখ্যায় কম। দেবরুখে ব্রাহ্মণদের "দেবর্ষি ব্রাহ্মণ"ও বলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

মারাঠি ব্রাহ্মণ
দেবরুখে ব্রাহ্মণ
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
মহারাষ্ট্রের প্রাথমিক জনসংখ্যা
ভাষা
মারাঠি
ধর্ম
হিন্দুধর্ম
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
কর্হাদে ব্রাহ্মণচিৎপাবন ব্রাহ্মণদেশস্থ ব্রাহ্মণসারস্বত ব্রাহ্মণ

দেবরুখে ব্রাহ্মণদের উৎপত্তি মহারাষ্ট্রের প্রাচীনতম মারাঠি ভাষী ব্রাহ্মণদের থেকে।[] ১৫ শতকের শেষের দিকে অনেক ব্রাহ্মণ পরিবার পশ্চিমঘাট থেকে নেমে এসে সঙ্গমেশ্বরের কাছে বসতি স্থাপন করেছিল।[তথ্যসূত্র প্রয়োজন] পরবর্তীকালে তাদের দেবরুখে ব্রাহ্মণ বলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] তারা অন্যান্য মহারাষ্ট্রীয় ব্রাহ্মণদের মতো একই ঐতিহ্য অনুসরণ করে এবং রত্নাগিরির কাছাকাছি স্থানান্তরের কারণে যে প্রভাবগুলি হতে পারে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Tri. Nā Vāḷuñjakara, A. Śã Pāṭhaka (২০০৯)। Maharashtra, Land and Its People। Gazetteers Department, Government of Maharashtra। পৃষ্ঠা 42-50। 
  2. Maharashtra, Land and Its People। Gazetteers Department, Government of Maharashtra। ২০০৯। পৃষ্ঠা 230। In Maharashtra Brahmin caste has Karhade , Deshastha , Kokanastha , Devrukhas , Sarasvats etc. as sub- castes . Further Deshastha Brahmin sub - caste has sub - sub - castes like Rigvedi and Yajurvedi which are also endogamous groups.