দুই বধূ এক স্বামী
২০০৩-এর চলচ্চিত্র
দুই বধূ এক স্বামী এফ আই মানিক পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন চিত্রনায়ক মান্না। এর কাহিনী লিখেছেন মান্না, চিত্রনাট্য লিখেছেন মানিক এবং সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমী ও শাবনূর।
দুই বধূ এক স্বামী | |
---|---|
পরিচালক | এফ আই মানিক |
প্রযোজক | এস এম আসলাম তালুকদার |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু (সংলাপ) |
চিত্রনাট্যকার | এফ আই মানিক |
কাহিনিকার | মান্না |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | আলমগীর খসরু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | কৃতাঞ্জলী চলচ্চিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৩ সালের ১১ই এপ্রিল মুক্তি পায়। এটি ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে একটি পুরস্কার অর্জন করেন।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- মান্না - হৃদয়
- মৌসুমী - স্বপ্না
- শাবনূর - আয়না
- আনোয়ারা
- আহমেদ শরীফ - আয়নার বাবা
- জামিলুর রহমান শাখা - লালু
- আফজাল শরীফ
- রাশেদা চৌধুরী - বেণু
- আমির সিরাজী
- আলী আমজাদ - মন্ত্রী
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সুর করেছেন আলম খান এবং গীত রচনা করেছেন কবির বকুল। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, বেবী নাজনীন, আজম খান, অনিমা, বিপ্লব ও বিপাশা।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "দুটি মনেতে হলো জোড়া" | বিপ্লব ও অনিমা | ৪:২২ |
২. | "ভালোবাসতে গিয়ে আমি" | সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ ও বেবী নাজনীন | ৬:২৮ |
৩. | "আমি তোমার কে" | কনকচাঁপা | ৫:১৩ |
৪. | "সিগারেটে দে দম" | আজম খান ও বিপাশা | |
৫. | "প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট" | কনকচাঁপা ও কুমার বিশ্বজিৎ | ৪:২৮ |
মোট দৈর্ঘ্য: | ২৭:০৮ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | কলমতর | বিজয়ী | [২] |
ইন্দো ইন্টারন্যাশনাল এওয়ার্ড | শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬৩২। আইএসবিএন 984-70194-0045-9।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দুই বধূ এক স্বামী (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে দুই বধূ এক স্বামী