দুই বধূ এক স্বামী

দুই বধূ এক স্বামী এফ আই মানিক পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন চিত্রনায়ক মান্না। এর কাহিনী লিখেছেন মান্না, চিত্রনাট্য লিখেছেন মানিক এবং সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমীশাবনূর

দুই বধূ এক স্বামী
পরিচালকএফ আই মানিক
প্রযোজকএস এম আসলাম তালুকদার
রচয়িতাআবদুল্লাহ জহির বাবু (সংলাপ)
চিত্রনাট্যকারএফ আই মানিক
কাহিনিকারমান্না
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকআলমগীর খসরু
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
কৃতাঞ্জলী চলচ্চিত্র
মুক্তি
  • ১১ এপ্রিল ২০০৩ (2003-04-11)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০৩ সালের ১১ই এপ্রিল মুক্তি পায়। এটি ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে একটি পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদলসম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

চলচ্চিত্রটির সুর করেছেন আলম খান এবং গীত রচনা করেছেন কবির বকুল। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, বেবী নাজনীন, আজম খান, অনিমা, বিপ্লব ও বিপাশা।

গানের তালিকাসম্পাদনা

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."দুটি মনেতে হলো জোড়া"বিপ্লব ও অনিমা৪:২২
২."ভালোবাসতে গিয়ে আমি"সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎবেবী নাজনীন৬:২৮
৩."আমি তোমার কে"কনকচাঁপা৫:১৩
৪."সিগারেটে দে দম"আজম খান ও বিপাশা 
৫."প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট"কনকচাঁপাকুমার বিশ্বজিৎ৪:২৮
মোট দৈর্ঘ্য:২৭:০৮

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কলমতর বিজয়ী [২]
ইন্দো ইন্টারন্যাশনাল এওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী

তথ্যসূত্রসম্পাদনা

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬৩২। আইএসবিএন 984-70194-0045-9 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন 

বহিঃসংযোগসম্পাদনা