দয়া
উদারতা হল এক ধরনের আচরণ যা প্রশংসা বা পুরস্কারের বিনিময় আশা না করে অন্যকে দয়া , বিবেচনা, সাহায্য করা, অন্যদের জন্য উদ্বেগ ইত্যাদি সৎ গুণ কে চিহ্নিত করে। এটি দর্শন, ধর্ম এবং মনোবিজ্ঞানের আগ্রহের বিষয়।
অলঙ্কারশাস্ত্রের বই দুই -এ, এরিস্টটল দয়াকে সংজ্ঞায়িত করেছেন, "অপরিচিত কারো সাহায্য করা যা কোনো কিছুর বিনিময়ে নয়, নিজে সাহায্যকারীর সুবিধার জন্য নয়, বরং সাহায্য প্রাপ্ত ব্যাক্তির জন্য"। [১] ইসলামে সৃষ্টিকর্তা আল্লাহকে আল-রহমান (দয়াবান) হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মানুষের প্রতি উদারতা প্রদর্শনের নির্দেশ দিয়ে বলা হয়েছে: "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।" [কুরআন ৬০:৮:৬০:৮] ফ্রেডরিখ নিটশে দয়া এবং ভালবাসাকে "মানুষের মিলনে সবচেয়ে নিরাময়কারী এজেন্ট" বলে মনে করেন। [২] দয়া হল সৎ গুণাবলীর একটি এবং বাইবেলের প্রধান বিষয়। মেহের বাবার শিক্ষায়, ঈশ্বরই দয়া : "ঈশ্বর এত দয়ালু, যে তাঁর অসীম দয়া কল্পনা করা অসম্ভব!" [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Aristotle। Rhetoric। Book 2, chapter 7। ডিসেম্বর ১৩, ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-১১-২২।
- ↑ Nietzsche, Friedrich Wilhelm (১৯৯৬)। "On the History of Moral Feelings"। Menschliches, Allzumenschiles। University of Nebraska Press। Aphorism 48।
- ↑ Kalchuri, Bhau (১৯৮৬)। Meher Prabhu: Lord Meher। Manifestation, Inc.। পৃষ্ঠা 3918।