তালমা ইউনিয়ন

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার একটি ইউনিয়ন

তালমা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার একটি ইউনিয়ন[][]

তালমা
ইউনিয়ন
তালমা ইউনিয়ন পরিষদ
তালমা ঢাকা বিভাগ-এ অবস্থিত
তালমা
তালমা
তালমা বাংলাদেশ-এ অবস্থিত
তালমা
তালমা
বাংলাদেশে তালমা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৪′৫৮″ উত্তর ৮৯°৫৩′৪৩″ পূর্ব / ২৩.৪১৬১১° উত্তর ৮৯.৮৯৫২৮° পূর্ব / 23.41611; 89.89528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
উপজেলানগরকান্দা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৭.৭৬ বর্গকিমি (১০.৭২ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৮৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

নগরকান্দা উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ১৩কি:মি:। নগরকান্দা উপজেলা বাসষ্ট্যান্ড থেকে বাস, ইজিবাইক কিংবা সিএনজি যোগে তালমা বাজার আসা যায়। ফরিদপুর জেলা শহর থেকে ইউনিয়নের দূরত্ব ১৩ কি.মি.জেলা শহর থেকে বাস ও ইজিবাইক যোগে তালমা ইউনিয়নে আসা যায়।

  • উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা: ইজিবাইক ভাড়া ২০ টাকা(জন প্রতি)। বাস ভাড়া ২০ টাকা(জন প্রতি)

তালমা ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:

  • তালমা বাজার থেকে রসুলপুর বাজার ভ্যান ভাড়া ১৫ টাকা(জনপ্রতি)।
  • তালমা বাজার থেকে বিলনালিয়া বাজার ভ্যান+ইজিবাইক ভাড়া ১৫টাকা(জনপ্রতি)।
  • তালমা বাজার থেকে তালমা মোড় ভ্যান+ইজিবাইক ভাড়া ১০ টাকা(জনপ্রতি)।
  • তালমা বাজার থেকে মানিক নগর বাজার ভ্যান+অটো ভাড়া ১৫ টাকা(জনপ্রতি)।
  • তালমা বাজার থেকে শাকপালদিয়া আজিয়া ভ্যান+ইজিবাইক ভাড়া ১০টাকা(জনপ্রতি)।
  • তালমা বাজার থেকে মনোহরপুর ভ্যান+ইজিবাইক ভাড়া ১০টাকা(জনপ্রতি)।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

২৩°২৪′৫৫″ উত্তর ৮৯°৫৩′৩০″ পূর্ব / ২৩.৪১৫৩° উত্তর ৮৯.৮৯১৭° পূর্ব / 23.4153; 89.8917

ইতিহাস

সম্পাদনা

ঐতিহাসিকদের মতে কুমার শাখা নদীর পাড়ে ব্রিটিশদের টোল আদায়ের ঘর গড়ে উঠেছিল। টোল আদায়কে কেন্দ্র করে ধীরে ধীরে কৃষি পন্য বিক্রয়ের প্রতিষ্ঠান গড়ে উঠে। টোল শব্দ থেকে টোলেমা নামটি তৈরি হয়। শব্দটি বাংলা শব্দের সাথে মিল না থাকায় কালক্রমে টোলেমা শব্দটি থেকে 'ট' হারিয়ে 'ত' তে চলে আসে, এক সময় সমস্ত 'এ' কার হারিয়ে তালমা নামটি প্রতিষ্ঠা লাভ করে ।

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা
  • আয়তন- ২৭.৭৬ বর্গ কিলোমিটার।
  • লোক সংখ্যা- ২৭,২৮৯ জন। পুরুষ ১৪,০২২ জন, মহিলা ১৩,২৬৭ জন।
  • খানার সংখ্যা- ৫,৬৪৬টি।
  • ভোটার সংখ্যা- ১৭,৯৬৭ জন। পুরুষ ৮৮৪৭ জন, মহিলা ৯১২০ জন।
  • শিক্ষার হার- ৩৭.২০%। পুরুষ ৪১%, মহিলা ৩২.৭৩%
  • গ্রামের সংখ্যা- গ্রাম সংখ্যা ২০টি ও মৌজা সংখ্যা ১৫টি।
  • জমির পরিমাণ- ৭,০০৪ একর।
  • একরএক ফসলি- ৯২০ একর।
  • একরদো ফসলি- ২,৯৩৫ একর।
  • একরতিন ফসলি- ১,০৫০ একর।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান :

  1. তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়
  2. তালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঐতিহ্য

সম্পাদনা

প্রতিষ্ঠানের তালিকা

সম্পাদনা

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ সংখ্যা- ৬৮

  1. তালমা বাজার জামে মসজিদ।
  2. তালমা রেল লাইন মাদ্রাসা জামে মসজিদ।
  3. পূর্ব তালমা হাজীবাড়ী জামে মসজিদ।
  4. পূর্ব তালমা চৌধুরী বাড়ি জামে মসজিদ।
  5. পূর্ব তালমা পশ্চিম পাড়া জামে মসজিদ।
  6. তালমা শাহ্ ফকির বাড়ী জামে মসজিদ।
  7. গাং তালমা মীর সাহেব বাড়ী জামে মসজিদ।
  8. তালমা শহীদ চৌধুরী বাড়ী জামে মসজিদ
  9. পূর্ব সদরবেড়া জামে মসজিদ।
  10. গাং তালমা বড়বাড়ী জামে মসজিদ।
  11. পশ্চিম সদরবেড়া জামে মসজিদ।
  12. সদরবেড়া জামে মসজিদ।
  13. দক্ষিণ সদরবেড়া জামে মসজিদ।
  14. তালমা মোড় মাদ্রাসা জামে মসজিদ।
  15. দক্ষিন বিলনালিয়া দারুস সালাম ল্লিল্লাহ বোডিং মাদ্রাসা মসজিদ।
  16. দক্ষিন বিলনালিয়া বায়তুল মামুর জামে মসজিদ।
  17. দক্ষিন বিলনালিয়া মুসল্লী বাড়ী জামে মসজিদ
  18. বিলনালিয়া নতুন হাট খোলা জামে মসজিদ।
  19. বিলনালিয়া ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।
  20. বিলনালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ।
  21. বিলনালিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদ।
  22. বিলনালিয়া বড় বাড়ী জামে মসজিদ।
  23. বিলনালিয়া ফকির বাড়ী জামে মসজিদ।
  24. বিলনালিয়া শাম মাতব্বর জামে মসজিদ।
  25. মানিকদি পাগলপাড়া জামে মসজিদ।
  26. গাং মানিকদী জামে মসজিদ।
  27. মানিকদী আফতার ফকিরের বাড়ী জামে মসজিদ।
  28. মানিকদি মধ্যপাড়া হাজী বাড়ী জামে মসজিদ।
  29. মানিকদি ফকিট মাতুববরের জামে মসজিদ।
  30. পিপরুল পাকা মসজিদ।
  31. তালেম্বর নাজিমুদ্দীন ফকিরের জামে মসজিদ
  32. ধুতরাহাটি মধ্যপাড়া ছাপড়া জামে মসজিদ।
  33. ধুতরাহাটি রসুলপুর বাজার জামে মসজিদ।
  34. ধুতরাহাটি মোল্লাপাড়া জামে মসজিদ।
  35. ধুতরাহাটি কারিগর পাড়া জামে মসজিদ।
  36. ধুতরাহাটি উত্তর পাড়া জামে মসজিদ।
  37. মানিকনগর বাজার জামে মসজিদ।
  38. মানিকনগর আম বাজার জামে মসজিদ।
  39. কোনা গ্রাম ফরমান শেখের বাড়ী জামে মসজিদ।
  40. কোনাগ্রাম মধ্য পাড়া জামে মসজিদ।
  41. কোনাগ্রাম রেল সড়ক জামে মসজিদ।
  42. কোনা গ্রাম সফদার মুন্সী জামে মসজিদ।
  43. কোনাগ্রাম বাবু মিয়া বাড়ীর জামে মসজিদ।
  44. কোনাগ্রাম ছোট মহিলা রোড বাজার জামে মসজিদ।
  45. সন্তুষী মোসলেম খানের বাড়ী জামে মসজিদ।
  46. সন্তুষী বটতলা জামে মসজিদ।
  47. দক্ষিণ শাকপালদিয়া জলিল কমান্ডার বাড়ী জামে মসজিদ।
  48. দক্ষিণ শাকপালদিয়া হাসেম মাতব্বরের বাড়ী জামে মসজিদ।
  49. দক্ষিণ শাকপালদিয়া সরদারবাড়ী জামে মসজিদ।
  50. কদমতলী দক্ষিণপাড়া জামে মসজিদ।
  51. কদমতলী উত্তরপাড়া জামে মসজিদ।
  52. উত্তর শাকপালদিয়া বারেক মাতুববর বাড়ী জামে মসজিদ।
  53. উত্তর শাকপালদিয়া সালাম মাতুববরে বাড়ীর নিকট জামে মসজিদ।
  54. উত্তর শাকপালদিয়া আলেম শেখের বাড়ী জামে মসজিদ।
  55. উত্তর শাকপালদিয়া হাফেজ খানের বাড়ীর নিকট জামে মসজিদ
  56. উত্তর শাকপালদিয়া মীর বাড়ী জামে মসজিদ।
  57. উত্তর শাকপালদিয়া বটতলা জামে মসজিদ।
  58. উত্তর শাপকালদিয়া আছির জমাদ্দার বাড়ির নিকট জামে মসজিদ।
  59. উত্তর শাকপালদিয়া মিয়া বাড়ী জামে মসজিদ।
  60. মিয়ার গ্রাম আইনুদ্দিন মাতুববর বাড়ী জামে মসজিদ।
  61. মিয়ার গ্রাম খলিফা বাড়ী জামে মসজিদ।
  62. মিয়ার গ্রাম মাষ্টার বাড়ী জামে মসজিদ।
  63. গহেরপুর পশ্চিম পাড়া জামে মসজিদ।
  64. গহেরপুর পূর্বপাড়া জামে মসজিদ
  65. ভাটপাড়া বাজার জামে মসজিদ।
  66. ভাটপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদ।
  67. ভাটপাড়া পূর্বপাড়া জামে মসিজদ।
  68. বিবির কান্দি হালিম মাতুববর বাড়ীর নিকট জামে মসজিদ।


মন্দির সংখ্যা- ১৭

  1. তালমা জয়দূর্গা মান্দির।
  2. তালমা বাজার সার্বজনীন কালী ও দূর্গা মন্দির।
  3. কাঠিয়া কালী বাড়ী মন্দির।
  4. তালমা ত্রিবেদী বাড়ী মন্দির।
  5. মানিকদী কাপুড়িয়া বাড়ীর মন্দির।
  6. মানিকদী গোপাল মন্ডলের মন্দির।
  7. ধুতরাহাটি সার্বজনীন কালী মন্দির।
  8. পূর্ব সদরবেড়া গৌড়দাসের শ্রী কুমও মন্দির।
  9. পশ্চিম সদরবেড়া গাবতলী কালী মন্দির।
  10. মানিক নগর কালী মন্দির।
  11. মানিক নগর দাস বাড়ী দূর্গা মন্দির।
  12. সন্তোষী সোবনের বটতলা কালি মান্দির।
  13. সন্তোষী বিমল সরকারের বাড়ীর মন্দির।
  14. জয়পুর কালী মন্দির।
  15. উত্তর শাকপালদিয়া বাগবাড়ী দূর্গামন্দির।
  16. চাপখন্ড সার্বজনীন দূর্গা মন্দির।
  17. চাপখন্ড দক্ষিণ পাড়া কালী মন্দির।


ঈদগাহ্ সংখ্যা- ২৭ টি

  1. তালমা রেল ষ্টেশন ঈদগাহ মাঠ।
  2. তালমা চৌধুরী বাড়ী্ ঈদগাহ মাঠ।
  3. পূর্বতালমা ঈদগাহ মাঠ।
  4. কোনাগ্রাম প্রামনিক বিদ্যালয় ঈদগাহ মাঠ।
  5. কোনাগ্রাম রেল সড়ক ঈদগাহ মাঠ।
  6. কাঠিয়া বড় গ্রাম ঈদগাহ মাঠ।
  7. দক্ষিণ শাকপালদিয়া জমদ্দার বাড়ীর বাড়ীর নিকট ঈদগাহ মাঠ।
  8. দক্ষিণ শাকপালদিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ।
  9. উত্তর শাকপালদিয়া জলিল মাতুববরের বাড়ীর ঈদগাহ মাঠ।
  10. উত্তর শাকপালদিয়া মীর বাড়ীর নিকট ঈদগাহ মাঠ।
  11. উত্তর শাকপালদিয়া ছালাম মাতুববার বাড়ীর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ।
  12. মানিক নগর ঈদগাহ মাঠ।
  13. রশিদ হাজীর বাড়ী মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ।
  14. উত্তর শাকপালদিয়া আলেম শেকের বাড়ীর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ।
  15. কদমতলী কুটি মাতুববরের মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ।
  16. পূর্ব সদর বেড়া ঈদগাহ মাঠ।
  17. ধুতরাহাটি ঈদগাহ মাঠ।
  18. ধুতরাহাটি উত্তরপাড়া ঈদগাহ মাঠ।
  19. পশ্চিম সদর বেড়া ঈদগাহ মাঠ।
  20. বিলনালিয়া স্কুল ঈদগাহ মাঠ।
  21. বিলনালিয়া নতুন হাট ঈদগাহ মাঠ।
  22. মানিকদী হোসেন উদ্দীন ভূইয়ার ঈদগাহ মাঠ।
  23. গহেরপুর ঈদগাহ মাঠ।
  24. ভাটপাড়া কুদ্দুস মোল্লার বাড়ী নিকট ঈদগাহ মাঠ।
  25. বিবিরকান্দি হালিমা মাতুববরের বাড়ীর নিকট ঈদগাহ মাঠ।
  26. বিবিরকান্দি আবু সালেহের বাড়ীর নিকট ঈদগাহ মাঠ।
  27. মিয়ার গ্রাম খলিফা বাড়ীর নিকট ঈদগাহ মাঠ।

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: মোঃ কামাল হোসেন মিয়া

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তালমা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 
  2. "নগরকান্দা উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০