তানিয়া বৃষ্টি

বাংলাদেশী অভিনেত্রী

তানিয়া আক্তার বৃষ্টি একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। [১] তিনি ভিট চ্যানেল আই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপের বিজয়ী। ২০১৫ সালে ঘাসফুল চলচ্চিত্রে অভিষেক হয় তানিয়ার। তিনি বেশ কয়েকটি বাংলা টিভি নাটকেও অভিনয় করেছেন।

তানিয়া বৃষ্টি
জন্ম (1995-03-05) ৫ মার্চ ১৯৯৫ (বয়স ২৯)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামতানিয়া আক্তার
নাগরিকত্ব বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনহাবিবুল্লাহ বাহার কলেজ
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১২-বর্তমান
পরিচিতির কারণভিট চ্যানেল আই টপ মডেল
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি
পিতা-মাতা
  • মোঃ সুরুজ মিয়া (পিতা)
  • হেলেনা বেগম (মাতা)
পরিবারসোনিয়া আক্তার (বোন)
পুরস্কারভিট চ্যানেল আই টপ মডেল - ২০১২

পরিচিতি সম্পাদনা

সুদর্শনী অভিনেত্রী তানিয়া বৃষ্টি চ্যানেল আই এর টিভি পোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর থেকে বিজ্ঞাপন, নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সব সময় ভালো কাজ উপহার দিচ্ছেন।

জন্ম সম্পাদনা

তানিয়া বৃষ্টির পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে ১৯৯৫ সালের ৫ই মার্চ জন্মগ্রহণ করেন। বাবা মোঃ সুরুজ মিয়া এবং মা হেলেনা বেগম এর দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তানিয়া। তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকাতেই

শিক্ষাজীবন সম্পাদনা

বেগম রহিমা আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি (২০১০), এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি পাস করেন (২০১২)।

কর্মজীবন সম্পাদনা

নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলতঃ অভিনয় শুরু করেন। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ -এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে শোবিজে জায়গা করে নিয়েছেন।

অন্যান্য সম্পাদনা

ভারতের ‘পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল’, ‘সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ ও ‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তার অভিনিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে (২০২২)।

উল্লেখযোগ্য কাজ সম্পাদনা

  • অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)
  • লিংক হবে (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)
  • ঘাসফুল (চলচ্চিত্র)[২]
  • যদি তুমি (চলচ্চিত্র)
  • লাভার নাম্বার ওয়ান (চলচ্চিত্র)[৩]
  • গোয়েন্দাগিরি (চলচ্চিত্র)[৪]
  • অবলা নারী (চলচ্চিত্র)[৫]
  • কম্পেয়ার (নাটক)
  • প্যাক আপ (নাটক)
  • রকি ভাই (নাটক)
  • এক্স এল (নাটক)
  • জামাই আমার সেরা রাঁধুনী (নাটক)
  • ছোবল (নাটক)
  • কবিতার চার লাইন (নাটক)
  • আইসিইউ (নাটক)
  • আড়াই তালাক (নাটক)
  • সব দোষ হোসেন আলীর (নাটক)
  • জায়গায় খায় জায়গায় ব্রেক (নাটক)
  • পিনিকেই ঝিনিক (নাটক)
  • যদি তুমি জানতে
  • চেকমেট (নাটক)
  • দুই দিনের দুনিয়া (নাটক)
  • লোডশেডিং (নাটক)
  • কাছের মানুষ (নাটক)
  • চৌধুরী অ্যান্ড সন্স (নাটক)
  • লাকি থার্টিন (নাটক)
  • কমেডি ৪২০ (নাটক)
  • রসের হাঁড়ি (নাটক)
  • মুশকিল আসান প্রাইভেট লিমিটেড (নাটক)
  • ভাগের গাড়ি (নাটক)
  • কেউ নেই (নাটক)
  • হুগনা নিজাম (নাটক)
  • ভাইয়া ছ্যাকা খাইতে চায় না (নাটক)
  • ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন (নাটক)
  • অপছন্দের সাতদিন (নাটক)
  • শেষ বাজি (নাটক)
  • কম্পেয়ার (নাটক)
  • মাই নেইম ইজ ফকির (নাটক)
  • ধান্দাবাজ (নাটক)
  • পারফেক্ট ম্যাচ (নাটক)
  • সিক্রেট লাভ (নাটক)
  • লতিফ দপ্তরি (নাটক)
  • প্রেম অবুঝ (নাটক)
  • ফাও ফুয়াদ (নাটক)
  • দিওয়ানা মাস্তানা (নাটক)
  • ছোবল (নাটক)
  • মন থেকে দূরে নয় (নাটক)[৬]


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tania's Personal life"in.com। ২০১৩-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. মুম্বাইয়ে শায়নার নাটকJaijaidin। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪ 
  3. আমেরিকার প্রেক্ষাগৃহে শায়নাJaijaidin। ৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪ 
  4. গোয়েন্দাগিরিতে তানিয়া বৃষ্টিManob Kantha। ১৯ সেপ্টেম্বর ২০১৬। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  5. অপেক্ষায় তানিয়া বৃষ্টিBhorer Kagoj। ২২ আগস্ট ২০১৫। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  6. ভিন্ন ভিন্ন তিন চরিত্রে তানিয়া বৃষ্টিDaily Inqilab। ১৪ নভেম্বর ২০১৬। 

বহিঃসংযোগ সম্পাদনা