তানজানিয়ায় বসবাসরত ভারতীয়গণ

বর্তমানে ৫০,০০০-এরও অধিক ভারতীয় বংশোদ্ভোত তানজানিয়ায় বসবাস করছে। তাদের বেশীরভাগই ব্যবসায়ী এবং তারা তানজানিয়ার অর্থনীতির এক বিশাল অংশ দখল করে রেখেছে। ১৯শ শতাব্দীতে গুজরাটি বণিকদের আগমনের সময় থেকে তানজানিয়ায় ভারতীয়দের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা জানজিবারের ব্যবসা বাণিজ্য ক্রমেই তাদের দখলে নিয়ে নেয়।

তানজানিয়ায় বসবাসরত ভারতীয়গণ
ওয়াতানজানিয়া ওয়েনয়ে আসিলি ইয়া কিহিন্দি (সোয়াহিলি)
মোট জনসংখ্যা
আনু. ৬০,০০০ (২০১৫)[১][ক]
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
দার উস সালাম, জানজিবার
ভাষা
পাঞ্জাবী, সিন্ধি, গুজরাটি, কুট্‌ছি, সোয়াহিলি, ইংরেজি
ধর্ম
ইসলাম, হিন্দু, জরাথুস্ট্রবাদ, শিখ; উল্লেখযোগ্য সংখ্যালঘু খ্রিস্টান
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
PIO, NRI and Desi

ক.^ প্রায় ১০,০০০ প্রবাসী সহ

তানজানিয়া থেকে অভিবাসন সম্পাদনা

তানজানিয়ার স্বাধীনতা-উত্তর সময়ে ভারত-বিরোধী মনোভাবের ফলে (জুলিয়াস ন্যেরেরের রাষ্ট্র পরিচালনার সময় থেকে), অনেক ভারতীয়রা পাকিস্তান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা ও অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।

চিত্রসম্ভার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "India - Tanzania Relations" (PDF)। Ministry of External Affairs। ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫Tanzania has about 50,000 PIOs.. There are about 10,000 Indian nationals [expatriates]. 

টেমপ্লেট:NRI-PIO