ডেরেক র‍্যান্ডল

ইংরেজ ক্রিকেটার
(ডেরেক র‌্যান্ডল থেকে পুনর্নির্দেশিত)

ডেরেক উইলিয়াম র‌্যান্ডল (ইংরেজি: Derek Randall; জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯৫১) নটিংহ্যামশায়ারের র‌েটফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার[]

ডেরেক র‌্যান্ডল
১৯৭৮ সালে অটোগ্রাফ শিকারীদের কবলে ডেরেক র‌্যান্ডল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডেরেক উইলিয়াম র‌্যান্ডল
জন্ম (1951-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৫১ (বয়স ৭৩)
রেটফোর্ড, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ৪৭ ৪৯
রানের সংখ্যা ২৪৭০ ১০৬৭
ব্যাটিং গড় ৩৩.৩৭ ২৬.৬৭
১০০/৫০ ৭/১২ –/৫
সর্বোচ্চ রান ১৭৪ ৮৮
বল করেছে ১৬
উইকেট
বোলিং গড় ২.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/২
ক্যাচ/স্ট্যাম্পিং ৩১/– ২৫/–
উৎস: ক্রিকইনফো, ২৬ সেপ্টেম্বর ২০১৭

১৯৭০-এর দশকের শেষার্ধ্ব থেকে ১৯৮০-এর দশকের সূচনালগ্ন সময়কালে ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও তিনি নটিংহ্যামশায়ারের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। খেলায় তিনি মূলতঃ ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতে মিডিয়াম পেস বোলিং করতেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

সতীর্থ খেলোয়াড়সহ ক্রিকেট সমর্থকদের কাছে তিনি আর্কল নামে পরিচিত ছিলেন যা ঘোড়দৌড় থেকে এসেছে। কিন্তু তিনি নিজেকে র‌্যাগস নামেই পরিচিত ঘটাতে ভালবাসেন।[] ১৯৮০ সালে উইজডেন কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত করে।[] র‌্যান্ডল তার সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৭ টেস্ট ও ৪৯টি একদিনের আন্তর্জাতিকে খেলেছেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে অবসর নেয়ার পর তিনি কোচ ও ক্রিকেট লেখকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দলের কোচ ছিলেন তিনি। বেডফোর্ড স্কুলে কোচিংয়ের সময় অ্যালাস্টেয়ার কুকের উচ্ছসিত প্রশংসা করেন। ট্রেন্ট ব্রিজে তার সম্মানে ডেরেক র‌্যান্ডল স্যুট নামাঙ্কিত করা হয়। দি ইয়ং প্লেয়ার্স গাইড টু ক্রিকেট, দ্য সান হ্যাজ গট হিস হ্যাট অন র‌্যান্ডল রচিত গ্রন্থ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃষ্ঠা 138–139। আইএসবিএন 1-869833-21-X। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১ 
  2. Barrett, Michael (৬ নভেম্বর ২০০৫)। "Heroes and villains: Derek Randall"The Guardian Observer। London। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১১ 

পাদটীকা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা