টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/ব্যর্থ/২০২৪

লিমোসা ল্যাপোনিকা সম্পাদনা

  • ...লিমোসা ল্যাপোনিকা এর একটানা উড্ডয়ন প্রায় ১১,৬৮০ কিমি (৭,২৫৮ মা), যা যেকোনো পাখির জন্য দীর্ঘতম একটানা উড্ডয়ন এবং কোনও প্রাণীর খাওয়া ছাড়াই দীর্ঘতম ভ্রমণ?

-- ব্যবহারকারী মোহাম্মদ মারুফ (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৫:০৮, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ মারুফ চমকপ্রদ তথ্য। বলা বাহুল্য এই প্রজাতির পাখির দীর্ঘ পথ পরিভ্রমণ ও উড্ডয়নের আরও কয়েকটি রেকর্ড আছে। অনুবাদের সময় সম্ভবত সেই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটি বাদ দিয়ে গেছেন। মূল ইংরেজি নিবন্ধের "Distribution and migration" অনুচ্ছেদে মানচিত্র সহ বর্ণনা আছে। অনুগ্রহ করে উক্ত অনুচ্ছেদটি নিবন্ধে অনুবাদ করে যুক্ত করুন। মানচিত্র যুক্ত করতে ভুলবেন না। পুনরায় মনোনায়ন দিতেও ভুলবেন না।   আপাতত করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৪) ১৯:৫৭, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) সম্পাদনা

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ২২:৪৫, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ছবিটা মুক্ত নয় বরং কপিরাইট ভুক্ত। এই ছবি ব্যবহার করা যাবেনা। মেহেদী আবেদীন ২০:৩৮, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ছবি বাদ দিয়েছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৪৩, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR নিঃসন্দেহে চমকপ্রদ তথ্য। বিবিসি'র সূত্রে তথ্যের গ্রহনযোগ্যতা পেলাম। তথাপি নিবন্ধে্র অনেক স্থানে যান্ত্রিক বা রুক্ষ অথবা বাক্য অসম্পূর্ণ থাকা অনুবাদ রয়ে গেছে। সূচনাংশেই চোখে লাগলো। এটি টেলিভিশন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ। অনুগ্রহ করে সময় নিয়ে নিবন্ধটির ভাষাশৈলী ভাল করুন। নিবন্ধটির পিছনে আরও বেশি সময় দিন। নিখুঁত না হওয়া ও রূক্ষ অনুবাদের কারণে   আপাতত করা হয়নি। উন্নয়নের পর পুনরায় মনোনায়নের সুযোগ সবসময় আছে। শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২৪) ১৯:৫১, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

৬৯ পদাতিক ডিভিশন (বাংলাদেশ) সম্পাদনা

বান্দরবান পার্বত্য জেলা নিয়ে গঠিত।

Mokarram Hasan Reham (আলাপ) ২৩:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Mokarram Hasan Reham ত্রুটিযুক্ত মনোনায়ন। এনামে কোন নিবন্ধ নেই। আপনার প্রথম মনোনায়ন চেষ্ঠার জন্য সাধুবাদ। পরবর্তীতে আজাকি মনোনায়নের জন্য নির্দেশনা অনুসরণের অনুরোধ থাকলো।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৪) ০৬:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/ব্যর্থ/২০২৪" পাতায় ফেরত যান।