যোহরের নামাজ
দুপুরের ইবাদত
(জোহর থেকে পুনর্নির্দেশিত)
যোহরের নামাজ (আরবি: صلاة الظهر; সালাতুয যোহ্র) মুসলিমদের অবশ্য পালনীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। দৈনিক নামাযগুলোর মধ্যে এটি দ্বিতীয়। এটি দুপুরের সময় আদায় করা হয়।
রাকাআত সংখ্যা
সম্পাদনাযোহরের নামায চার রাকাত সুন্নাত, চার রাকাআত ফরজ ও এরপর দুই রাকাআত সুন্নাত নিয়ে গঠিত। [১] কেউ কেউ পরে দুই রাকআত নফল নামাযও আদায় করে। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাআতের সাথে আদায় করা হয়। তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে চার রাকাআত ফরজকে সংক্ষিপ্ত করে দুই রাকাআত করতে পারে ও সুন্নাত আদায় নাও করতে পারে। সাধারণতও যদি সুন্নাত না আদায় করা হয়, কোনও গুনাহ নাই, তবে অনেকগুলা সাওয়াব হারানো হচ্ছে। শুক্রবার যোহরের পরিবর্তে জুমাব় নামাজ আদায় করা হয়। জুমা ও যোহরের সময় শুরু ও শেষ হওয়ার নিয়ম একই।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।