জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহী
জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহী বা রাজশাহী শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধিভুক্ত এবং নিয়ন্ত্রিত জেলাভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র যা রাজশাহী জেলার রাজপাড়া থানার রাজশাহী কোর্ট অঞ্চলে শ্রীরামপুর এলাকায় আবস্থিত।
![]() অফিসিয়াল লোগো | |
প্রতিষ্ঠাতা(গণ) | রশিদ চৌধুরী |
---|---|
স্বত্বাধিকারী | বাংলাদেশ সরকার |
অবস্থান | , বাংলাদেশ |
ঠিকানা | শ্রীরামপুর, রাজপাড়া থানা, রাজশাহী |
ওয়েবসাইট | shilpakala.rajshahi.gov.bd/ |
বিবরণসম্পাদনা
রাজশাহী এর পশ্চিম প্রান্তে এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, উত্তরে রাজশাহী পর্যটন মোটেল ও কর্মচারী কল্যাণ বোর্ড এবং দক্ষিণে ডিআইজির বাসভবন, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স ও পদ্মা নদী প্রবহমান। অনেক গুণীকর্মকর্তা এই প্রতিষ্ঠান পরিচালনা করেন। বর্তমান কর্মকর্তার হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন জনাব মো: ফারুকুর রহমান ফয়সল।[১]
ইতিহাসসম্পাদনা
কার্যক্রমসম্পাদনা
প্রশিক্ষণ কার্যক্রমসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ shilpakala.rajshahi.gov.bd/
বহিঃসংযোগসম্পাদনা
]