মোহাম্মদ আলী সড়ক
সড়ক
এম. এম. আলী রোড বা মোহাম্মদ আলী সড়ক চট্টগ্রামের দামপাড়া এলাকার সিডিএ এভিনিউ সংলগ্ন একটি সড়ক।[১] এটি শহরের প্রায় মধ্যস্থলে ওয়াসা মোড়ের নিকট অবস্থিত। চট্টগ্রামের সমাজ ব্যক্তিত্ব মোহাম্মদ আলীর নামানুসারে এই সড়কের নামকরণ করা হয়েছে।
মোহাম্মদ আলী সড়ক | |
---|---|
প্রধান সংযোগস্থল | |
সিডিএ এভিনিউ, গোল পাহাড় মোড় |
জেলা শিল্পকলা একাডেমি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীদের বাসভবন এই সড়কে অবস্থিত। এছাড়াও এখানে সরকারি ভবনের পাশাপাশি কয়েকটি আবাসিক ভবনও রয়েছে।
সীমারেখা
সম্পাদনাচট্টগ্রামে দামপাড়া, সিডিও এভিনিউ থেকে শুরু করে গোল পাহাড় মোড় পর্যন্ত সড়কটি বিস্তৃত।
ভগ্নী সড়ক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোহাম্মদ আলী সড়কে বখাটের আড্ডা"। দৈনিক প্রথম আলো। চট্টগ্রাম। মে ১৬, ২০১০। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]