জুবায়ের সিদ্দিকী

ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জুবায়ের সিদ্দিকী এমডিএস, এনডিসি, পিএসসি (৯ মার্চ ১৯৪৯ - ২৫ মার্চ ২০২০) হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, শিক্ষাবিদ ও কলামিস্ট।[১] তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।[২]

ব্রিগেডিয়ার জেনারেল
জুবায়ের সিদ্দিকী
চেয়ারম্যান
বাংলাদেশ চা বোর্ড
কাজের মেয়াদ
১৯৯৭ – ১৯৯৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-03-09) ৯ মার্চ ১৯৪৯ (বয়স ৭৫)
বালাগঞ্জ, সিলেট, পূর্ব পাকিস্তান (বর্তমান: বাংলাদেশ)
মৃত্যু২৫ মার্চ ২০২০(2020-03-25) (বয়স ৭১)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীএম সি কলেজ
Defence Services Command and Staff College
জাতীয় বিশ্ববিদ্যালয়
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কাজের মেয়াদ১৯৬৭–১৯৯৯
পদBangladesh-army-OF-6 ব্রিগেডিয়ার জেনারেল
কমান্ড
  • উপ-পরিচালক - (প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট) (১৯৮৯-৯০)
  • উপ-অধিনায়ক - অপারেশন ডেজার্ট স্টোর্ম (বাংলাদেশ সেনাদল) (১৯৯০-৯১)
  • ব্রিগেড কমান্ডার - ৩৩ আর্টিলারি ব্রিগেড, কুমিল্লা সেনানিবাস (১৯৯১-১৯৯৩)
  • ভারত ও নেপালে বাংলাদেশের সামরিক উপদেষ্টা (১৯৯৩-৯৭)
  • ব্রিগেড কমান্ডার - আর্টিলারি ব্রিগেড, বগুড়া সেনানিবাস (১৯৯৭)
যুদ্ধবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

জন্ম ও পারিবারিক পরিচিতি সম্পাদনা

জুবায়ের সিদ্দিকী ১৯৪৯ সালের ৯ মার্চ তত্‌কালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পাঁচপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা শাহ তজম্মুল আলী সিদ্দিকী ছিলেন দূর্গাকুমার পাঠশালার প্রধান শিক্ষক এবং মাতা মরিয়ামুন্নেছা চৌধুরী ছিলেন গৃহবধূ।[২] ৫ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন ২য়।

শিক্ষা জীবন সম্পাদনা

তিনি ১৯৬৪ সালে দি এইডেড হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৬৬ সালে এম সি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং পরবর্তী সময়ে মিরপুর স্টাফ কলেজ থেকে পিএসসি, চীনের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিইউ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি লাভ করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী আর নেই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. সিদ্দিকী, জুবায়ের (২০১২)। আমার জীবন আমার যুদ্ধ। পাণ্ডুলিপি প্রকাশন। আইএসবিএন 978-984-8922-38-5 
  3. "শিক্ষাবিদ ব্রি. জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর দাফন সম্পন্ন"সিলেটের সকাল.কম। ২৬ মার্চ ২০২০। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা