দি এইডেড হাই স্কুল

শিক্ষায়তনিক প্রতিষ্ঠান

দি এইডেড হাই স্কুল হচ্ছে বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়।এই বিদ্যালয় ১৯২৮ সালের আরও অনেক আগে প্রতিষ্ঠা হলেও বার বার অর্থ সংকটে বন্ধ ও নাম পরিবর্তন হতে থাকে। পরবর্তীতে তৎকালীন সরকারের হস্তক্ষেপে ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় একশিফটের মাধ্যমে পরিচালিত হয়। অর্থনীতিবিদ সাইফুর রহমান, উক্ত বিদ্যাপীঠের ছাত্র।এই বিদ্যাপীঠটি সিলেটের কেন্দ্রস্থল জিন্দাবাজারের তাঁতিপাড়ায় অবস্থিত।[১][২][৩]

দি এইডেড হাই স্কুল, সিলেট
Shah Jalal High School Logo
প্রধান ফটক
অবস্থান
তাঁতিপাড়া, জিন্দাবাজার, সিলেট সদর

,
৩১০০

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯২৮ (1928)
বিদ্যালয় জেলাসিলেট
ইআইআইএন১৩০৪০৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
লিঙ্গবালক
রংআকাশি, সাদা, নীল, বেগুনী


তথ্যসূত্র সম্পাদনা