জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়

জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি: Juniadaha Secondary School) কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা, মিরপুরদৌলতপুর উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।[১]

জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়
Juniadaha Secondary School
অবস্থান

তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৮৭২; ১৫১ বছর আগে (1872)
প্রতিষ্ঠাতাগণ
  • আশুতোষ মুখার্জি
  • বাবু ললিত মোহন মুখার্জি
বিদ্যালয় বোর্ডযশোর বোর্ড[২]
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৪৬৫[২]
প্রধান শিক্ষকএ.কে. রাজু আহমেদ
সহকারী প্রধান শিক্ষকমোঃ ময়নুল কবির
লিঙ্গবালক-বালিকা
শ্রেণী৬ষ্ঠ-১০ম
ভাষাবাংলা
শিক্ষায়তন৫.২১ একর (২১,১০০ মি)
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ওয়েবসাইটjuniadahasecondaryschool.jessoreboard.gov.bd

ইতিহাস

সম্পাদনা

১৮৭২ সালে হিন্দু জমিদার আশুতোষ মুখার্জিবাবু ললিত মোহন মুখার্জি জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টিতে প্রথমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হয়। বাবু রামনাথ নন্দী বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। ১৯০২ সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে।[১]

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সদর দপ্তর জুনিয়াদহে অবস্থিত। ভেড়ামারা শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ১৩ কিলোমিটার এবং কুষ্টিয়া শহর থেকে দুরত্ব ৩৬ কিলোমিটার। জুনিয়াদহ পদ্মা নদীর তীরবর্তী কুষ্টিয়া জেলার আদর্শ গ্রামগুলোর মধ্যে একটি।

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিদ্যালয়টি যশোর বোর্ডের অধীনস্থ একটি মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে।[২] ৯ম-১০ম শ্রেণীতে তিনটি বিভাগ রয়েছে, এগুলো হলো-

  1. বিজ্ঞান বিভাগ
  2. মানবিক বিভাগ
  3. বানিজ্য বিভাগ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিনিধি, কুষ্টিয়া জেলা (২০১৭-১০-১১)। "১৪৫ বছরেও জাতীয়করণ হয়নি জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়"দৈনিক শিক্ষা ডটকম। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২ 
  2. "Juniadaha Secondary School"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২