জুনিয়াদহ ইউনিয়ন

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ইউনিয়ন

জুনিয়াদহ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত ভেড়ামারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১] এটি ৭৮.৯৪ কিমি২ (৩০.৪৮ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৫,৫৪০ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১৯টি।[২]

জুনিয়াদহ ইউনিয়ন
ইউনিয়ন
জুনিয়াদহ ইউনিয়ন
জুনিয়াদহ ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
জুনিয়াদহ ইউনিয়ন
জুনিয়াদহ ইউনিয়ন
জুনিয়াদহ ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
জুনিয়াদহ ইউনিয়ন
জুনিয়াদহ ইউনিয়ন
বাংলাদেশে জুনিয়াদহ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫′২৫.৮″ উত্তর ৮৮°৫৫′২৮.২″ পূর্ব / ২৪.০৯০৫০০° উত্তর ৮৮.৯২৪৫০০° পূর্ব / 24.090500; 88.924500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাভেড়ামারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৭৮.৯৪ বর্গকিমি (৩০.৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৩৫,৫৪০
 • জনঘনত্ব৪৫০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গ্রামসমূহ সম্পাদনা

  1. হরিপুর
  2. ফয়জুল্লাপুর
  3. জুনিয়াদহ
  4. মির্জাপুর
  5. দোলুয়া
  6. নোলুয়া
  7. হোসেনপুর
  8. রনপিয়া
  9. পশ্চিমা
  10. গোবিন্দপুর
  11. জগশ্বর
  12. মওলাহাবাসপুর
  13. পরানখালী
  14. বক্তারপুর
  15. গাছিয়াদৌলতপুর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জুনিয়াদহ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬