জিন্নাত আলী (জন্ম:১৯৯৬ - মৃত্যু: ২৮ এপ্রিল ২০২০ [১] ) একজন বাংলাদেশী নাগরিক, যিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ এবং যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়ালডো ও তুরষ্কের সুলতান কোশেন এর পরে বিশ্বের তৃতীয় লম্বা ব্যক্তি। [২]

জিন্নাত আলী
জন্ম১৯৯৬ (1996)
মৃত্যু২৮ এপ্রিল ২০২০(2020-04-28) (বয়স ২৩–২৪)
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণদীর্ঘতম ব্যক্তির তালিকা, ইতিহাসের ৮ম দীর্ঘতম ব্যক্তি, বাংলাদেশের দীর্ঘতম ব্যক্তি
উচ্চতা২.৫১ মি (৮ ফু ২.৮২ ইঞ্চি)
পিতা-মাতাশাহাম্পুরা বেগম (মাতা), আমীর হামজা (পিতা)

জীবনী সম্পাদনা

তিনি ১৯৯৬ সালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পিতা-মাতার দ্বিতীয় সন্তান। পরিবারের সূত্রে জানা যায়, ১১ বছর আগে হঠাৎ করে জিন্নাত আলীর শরীর অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করে, যা চলতে থাকে এবং তার উচ্চতা বৃদ্ধি হতেই থাকে।

বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুল্লাহ বলেন, "জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া হরমোন সমস্যার কারণে ওর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।"

মঙ্গলবার (২৮ এপ্রিল) জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। [৩][৪][৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh's tallest man dies of brain tumor"DhakaTribune। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  3. "মারা গেলেন দীর্ঘ মানব জিন্নাত আলী"বাংলা ট্রিবিউন। ২৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  4. "দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  5. "দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই"একুশে টেলিভিশন। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  6. "দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী মারা গেছেন"ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০