জাহাঙ্গীর কবির (রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

জাহাঙ্গীর কবির বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজনীতিবিদঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য[][]

জাহাঙ্গীর কবির
ঝালকাঠি-১ আসনের সাংসদ
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০


পূর্বসূরীমোহাম্মদ শাহজাহান ওমর
উত্তরসূরীমোহাম্মদ শাহজাহান ওমর
ব্যক্তিগত বিবরণ
জন্মঝালকাঠি জেলা
রাজনৈতিক দলজাতীয় পার্টি

বংশ পরিচয়

সম্পাদনা

জাহাঙ্গীর কবির তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার ঝালকাঠি মহকুমার কাঁঠালিয়া থানার একটি সম্ভ্রান্ত রাজনৈতিক বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, যারা চেচরিরামপুরের তালুকদার বংশ হিসাবে পরিচিত। দাবি করা হয় যে তাঁর পূর্বপুরুষ টেন্ডুর খাঁ ছিলেন সুলতান শের শাহ সুরির অন্যতম বংশধর। টেন্ডুর খাঁ বিহারের সাসারাম শহর হতে পহেলা বাংলার ফরিদপুরে বসবাস শুরু করেছিলেন। তারপর তিনি ফরিদপুর থেকে বৃহত্তর বরিশালের চেচরিরামপুর গাঁওয়ে এসেছিলেন যেখানে তাকে সৈয়দপুর পরগণার একটি তালুক দেওয়া হয়। জাহাঙ্গীর কবিরের বংশলতিকা হচ্ছে: জাহাঙ্গীর কবির ইবনে তোফাজ্জল হোসেন খাঁন তোতা মিঞা ইবনে মোয়াজ্জেম হোসেন খাঁন নয়া মিঞা ইবনে আহসান খাঁন ইবনে ভোলা খাঁন ইবনে নাসির খাঁন। তাঁর আপন চাচা নুরুল হোসেন খাঁন নান্না মিঞা ছিলেন হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর সহচর এবং নিখিল ভারত মুসলিম লীগের স্বোচ্ছাসেবক বাহিনীর সম্পাদক।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

জাহাঙ্গীর কবির ১৯৮৬ সালের তৃতীয়১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  3. সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "চেচরিরামপুরের তালুকদার পরিবার"। বরিশাল বিভাগের ইতিহাসঢাকা: ভাস্কর প্রকাশনী।