তহশিল

প্রশাসনিক বিভাগ
(তালুক থেকে পুনর্নির্দেশিত)

তহশিল বা তহসিল, যা তালুক, মহকুমা, মণ্ডল ইত্যাদি নামেও পরিচিত, হচ্ছে ভারতপাকিস্তানে প্রচলিত একধরনের স্থানীয় প্রশাসনিক বিভাগ, যা সাধারণত কোনো জেলার উপবিভাগ।[] এটি ভারত ও পাকিস্তানে পূর্ববর্তী প্রশাসনিক বিভাগদের প্রতিস্থাপিত করেছে, যেমন পরগনাথানা[]

বিশাল দেশ হওয়ার জন্য প্রশাসনিক সুবিধার্থে ভারতকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আবার জেলায় বিভক্ত। এই জেলাগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত,[] যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। মূলত উত্তর ভারতে এটি "তহশিল" নামে প্রচলিত। পশ্চিমদক্ষিণের রাজ্যে (অন্ধ্রপ্রদেশতেলেঙ্গানা ব্যতীত) এরা "তালুক" বা "তালুকা" নামে বেশি প্রচলিত এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এদের "রাজস্ব বিভাগ" বলা হয়। আবার, পূর্বউত্তরপূর্বের রাজ্যে (অরুণাচল প্রদেশনাগাল্যান্ড ব্যতীত) এরা "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত" এবং অরুণাচল ও নাগাল্যান্ডে এরা "সার্কেল" নামে পরিচিত।

পাকিস্তান

সম্পাদনা

পাকিস্তানে তহশিল হলো দ্বিতীয় স্তরের প্রশাসনবিভাগ। এবং পাকিস্তানে তহশিলকে আবার উপ-বিভাগে ভাগ করা হয় যাকে ইউনিয়ন কাউন্সিল বলে। পাকিস্তানে কয়কটি তহশিল মিলিয়ে একটি জেলা (ڈسٹرکٹ) গঠিত হয়। সিন্ধ প্রদেশে তহশিল শব্দটির পরিবর্তে তালুকা শব্দটিও প্রয়োগ করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "tehsil"Lexico UK English DictionaryOxford University Press। মার্চ ২২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Dutt, Ashok K.; Noble, Allen G.; Costa, Frank J.; Thakur, Sudhir K.; Thakur, Rajiv; Sharma, Hari S. (১৫ অক্টোবর ২০১৫)। Spatial Diversity and Dynamics in Resources and Urban Development: Volume 1: Regional Resources। Springer। আইএসবিএন 9789401797719 – Google Books-এর মাধ্যমে। 
  3. "class six civics pacnhayati raj"www.excellup.com। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪ 
  4. "Taluka Municipal Administration Larkana - Government of Sindh"। ১০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬