জামিয়া সাহবানিয়া দারুল উলুম

ঢাকা জেলার একটি কওমি মাদ্রাসা

জামিয়া সাহবানিয়া দারুল উলুম (পূর্বনাম দারুল উলুম সাহবানিয়া মাদ্রাসা) ঢাকার নিউ মার্কেট এলাকার ৮, এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ২০০১ সালের ১৮ মার্চ মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ নিজ বাসভবনে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তার উস্তাদ দারুল উলুম করাচীর সদরুল মুদাররিস সাহবান মাহমুদের নামানুসারে এই মাদ্রাসার নামকরণ করেন। প্রথমে মাদ্রাসার নামকরণ করা হয় দারুল উলুম সাহবানিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠার এক যুগ পর জামিয়া পর্যায়ের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ২০১৩ সালে মাদ্রাসার বর্তমান নামটি দেওয়া হয়। ২০২১ সালে মাদ্রাসার ছাত্রসংখ্যা ৬৪৫ এবং শিক্ষক ৭০ জন। মাদ্রাসায় বালক-বালিকা উভয় শাখা রয়েছে।

জামিয়া সাহবানিয়া দারুল উলুম
অফিসিয়াল লোগো
প্রাক্তন নাম
দারুল উলুম সাহবানিয়া মাদ্রাসা
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৮ মার্চ ২০০১
প্রতিষ্ঠাতামুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৭০ (২০২১)
শিক্ষার্থী৬৪৫ (২০২১)
অবস্থান
৮, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটsahbania.org

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষাবিভাগ সমূহ:[১][২]

  1. রওযাতুস সাহবান: মকতব বিভাগের ৫ – ৬ বছর বয়সী শিশুদের জন্য।
  2. মক্তব বিভাগ: মক্তব বিভাগে নূরানী পদ্ধতির পাঠদানের অনুসরণ করা হয়। সাধারণ বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পাঠ্যবই পড়ানো হয়। এ বিভাগে সর্বনিম্ন ৬-৭ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
  3. নাযেরা বিভাগ: এই বিভাগের পাঠ্যক্রম মক্তব বিভাগের অনুরূপ। এ বিভাগে সর্বনিম্ন ৬-৮ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
  4. হিফয বিভাগ: হিফয বিভাগের শিক্ষার্থীরা নাযেরা সমাপনীসহ মোট ৪ বছরে হিফয সম্পন্নের পাশাপাশি সাধারণ বিষয়ে ৪র্থ শ্রেণি শেষ করবে এবং বেফাকের অধীনে হিফয পরীক্ষা দিবে। হিফযের জন্য বর্ণিত সিলেবাস বৎসর কৈন্দ্রিক নয়; বরং মেধার উপর নির্ভরশীল। তবে এ বিভাগের সর্বোচ্চ মেয়াদ ৪ বছর।
  5. কিতাব বিভাগ: এ বিভাগ মোট ৫টি স্তরে বিভক্ত:
    1. আলনমারহাতুল ইবতিদাইয়্যাহ
    2. আল মারহাতুল মুতাওয়াসসিতা
    3. আল মারহাতুস সানাবিয়া
    4. আল মারহালাতুল আলিয়া
    5. আল মারহালাতুল আলামিয়া
  6. আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা:

দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ফিকহফতওয়া বিষয়ক গবেষণামূলক উচ্চতর শিক্ষা কোর্স।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩০৬। 
  2. "মাদ্রাসা সম্পর্কে"জামিয়া সাহবানিয়া দারুল উলুম। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০