জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া

ঢাকা জেলার একটি কওমি মাদ্রাসা

জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া ঢাকার পূর্ব রামপুরার জামতলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। মুফতি হাফিজুদ্দিন ২০০৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। জমিয়ত উলামায়ে হিন্দের সাবেক সভাপতি আসআদ মাদানির নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। দেওবন্দি আকাবিরদের চিন্তাধারার আলোকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি একটি নতুন ধারার উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত। এখানে দুই-তিন মাস অন্তর ফিকহি সেমিনার আয়োজন করে ছাত্র ও সাধারণ জনগণের সামনে প্রয়োজনীয় মাসায়েল উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠাতা মুফতি হাফিজুদ্দিন মাদ্রাসার বর্তমান পরিচালক এবং ইফতা বিভাগে কর্মরত আছেন আবদুল হাসিব, ইউসুফ সুলতান এবং লুৎফুর রহমান ফরায়েজী।

জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত২০০৯ ইং[১][২][৩]
প্রতিষ্ঠাতামুফতি হাফিজুদ্দিন
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমুফতি হাফিজুদ্দিন
অবস্থান
১৩৫/৫/ডি, জামতলা, পূর্ব রামপুরা, ঢাকা
শিক্ষাঙ্গনশহর

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩০৬। 
  2. "জামিয়ার সংক্ষিপ্ত পরিচিতি"জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১ 
  3. আজাদ, আবুল কালাম (২৬ সেপ্টেম্বর ২০১৬)। "জামিয়াতুল আস'আদ আল ইসলামিয়া : দীনি শিক্ষায় নবদিগন্ত"কমাশিসা (কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার আন্দোলন)