জামা রেলওয়ে স্টেশন
জামা রেলওয়ে স্টেশন (স্টেশন কোড JAMA) হল জাসিদিহ-রামপুরহাট সেকশনে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার জামা শহরে পরিষেবা প্রদান করে। এটি ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের আসানসোল রেলওয়ে বিভাগে অবস্থিত। এটির গড় উচ্চতা ১৬৯ মিটার (৫৫৪ ফুট) ।
জামা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
![]() জামা রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড | |
অবস্থান | জামা, দুমকা জেলা, ঝাড়খণ্ড ৮১৪১১০![]() |
স্থানাঙ্ক | ২৪°২০′৩৩″ উত্তর ৮৭°০৯′১০″ পূর্ব / ২৪.৩৪২৪৯৮১° উত্তর ৮৭.১৫২৭৩° পূর্ব |
উচ্চতা | ১৬৯ মিটার (৫৫৪ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন | জাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ১ |
সংযোগসমূহ | জাসিডা জংশন, দুমকা |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | Jama |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | আসানসোল |
ইতিহাস | |
চালু | ২০১১[১] |
বৈদ্যুতীকরণ | না |
অবস্থান | |
ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘর জেলার জাসিদা থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট পর্যন্ত একটি একক ব্রডগেজ রেলপথ। দুমকা যাওয়ার এই রেলপথটি সাঁওতাল পরগনা বিভাগের জন্য একটি সুবিধাজনক স্থান।
জামা রেলওয়ে স্টেশনটি নিকটবর্তী গ্রাম জারপুরা, ঘোরিবাদ, সিলান্দাহ, বেলকুপি, সুগনিবাদের সাথে রেল সংযোগ প্রদান করে।
ইতিহাস
সম্পাদনা২০১১ সালে জামা রেলওয়ে স্টেশন চালু হয়। ৭২ কিমি (৪৫ মা) জাসিডা জংশন থেকে দুমকা পর্যন্ত অংশটি জুলাই ২০১১ সালে চালু হয়।
ট্রেন
সম্পাদনাজাসিডি জংশন এবং দুমকার মধ্যে একটি এক্সপ্রেস এবং তিনটি যাত্রীবাহী ট্রেন জামা রেলওয়ে স্টেশনে থামে।
ট্র্যাক বিন্যাস
সম্পাদনাJama railway station track layout | ||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||
Station with one tracks and one side platforms
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dumka–Jasidih trains"। The Telegraph। Kolkata। ১২ জুন ২০১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২।