জাতীয় সড়ক ৮ (ভারত, পুরাতন সংখ্যায়ন)

৮ নং জাতীয় সড়ক দিল্লিমুম্বাই শহরকে যুক্ত করেছে। জাতীয় সড়কটি ভারতয় উপমহাদেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক হিসেবে পরিগণিত। জাতীয় সড়কটি সোনালী চতুর্ভূজ এর অংশ। বর্তমানে এই জাতীয় সড়ককে কেন্দ্র করে দিল্লি-মুম্বাই ইন্ডাস্টিয়াল করিডর গঠন করা হচ্ছে। এই জাতীয় সড়ক দিল্লী, গুড়গাঁও, জয়পুর, আজমির, আহমেদাবাদ, সুরাটমুম্বাইকে এক সঙ্গে যুক্ত করেছে। জাতীয় সড়কটির মোট দৈর্ঘ্য ১৪২৮ কিলোমিটার।[১]

জাতীয় সড়ক ৮ shield}}
জাতীয় সড়ক ৮
দৃঢ় নীল রঙে ভারতের জাতীয় সড়ক ৮ আলোকপাতসহ ভারতের সড়কের মানচিত্র
পথের তথ্য
দৈর্ঘ্য১,৪২৮ কিমি (৮৮৭ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:নতুন দিল্লি
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত:মুম্বাই, মহারাষ্ট্র
অবস্থান
প্রাথমিক
গন্তব্যস্থল
দিল্লি - জয়পুর - অজমের - বেওয়ার - উদয়পুর - আমেদাবাদ - বড়োদরা - সুরাট - মুম্বাই
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ৭A এনএইচ ৮A

তথ্যসূত্র সম্পাদনা