জাতীয় সড়ক ৪৮ (ভারত)

ভারতীয় জাতীয় সড়ক

জাতীয় সড়ক ৪৮ (এনএইচ, ৪৮) হল ভারতের একটি জাতীয় সড়ক, যা আরম্ভ করা হয় দিল্লি শহরে এবং শেষ হয় চেন্নাই শহরে। জাতীয় সড়কটি জয়পুর, উদয়পুর, আমেদাবাদ, সুরাত, মুম্বাই, পুনে, তুমকুর, বেঙ্গালুরু এবং ভেলোর শহর'সহ ভারতের ছয়টি রাজ্যের মধ্যে বিস্তৃত। [] এর মোট দৈর্ঘ্য ২,৮০৭ কিমি (১,৭৪৪ মাইল)।

জাতীয় সড়ক ৪৮ shield}}
জাতীয় সড়ক ৪৮
মানচিত্র
Map of NH48 in red
NH 48 between Hubli and Belgaum..jpg
এনএইচ ৪৮ এর অংশ
পথের তথ্য
এএইচ৪৩এএইচ৪৫এএইচ৪৭-এর অংশ
ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ,
মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য২,৮০৭ কিমি (১,৭৪৪ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:দিল্লি
দক্ষিণ প্রান্ত:চেন্নাই
অবস্থান
রাজ্যদিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ৮ এনএইচ ৪

দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত এর প্রসারিত অঞ্চলটি আগে এনএইচ ৮ হিসাবে চিহ্নিত ছিল এবং মুম্বাই-চেন্নাইয়ের মধ্যে প্রসারিতটি ২০১০ সালে সমস্ত জাতীয় মহাসড়কের পুনরায় নামকরণের আগে এনএইচ ৪ নামে নির্ধারণ ছিল । []

এনএইচ ৪৮ হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যগুলির মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। []

এনএইচ ৪৮ যে স্থানগুলির মধ্য দিয়ে যায়:

সড়কের বিবরণ

সম্পাদনা

দিল্লি অংশ

সম্পাদনা

জাতীয় সড়কটি দিল্লির রাও তুলা মার্গ থেকে শুরু হয়। এই সড়ক দিল্লির মধ্যে ১০.২ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এটি দিল্লি অতিক্রম করে হরিয়ানা রাজ্যে প্রবেশ করে।[]

হরিয়ানা অংশ

সম্পাদনা

সড়ক পথটি হরিয়ানা রাজ্যে প্রবশ করে গুরগাঁও শহর হয়ে। এর পরে সড়কটি ধরুহেরা ও বাওয়াল শহর হয়ে হরিয়ানা-রাজস্থান সীমান্ত অতিক্রম করে রাজস্থান রাজ্যে প্রবেশ করে। এই সড়কটি হরিয়ানাতে গুরগাঁও জেলারেওয়ারি জেলা মধ্যে দিয়ে মোট ৮৩.৩ কিলোমিটার পথ অতিক্রম করে।[]

রাজস্থান অংশ

সম্পাদনা

সড়কটি হরিয়ানা-রাজস্থান সীমান্ত অতিক্রম করে রাজস্থানে প্রবেশ করে। এর পর সড়কটি রাজ্যের মোট ৬ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - আলওয়ার, জয়পুর, আজমির, ভিলওয়ারা, চিত্রদুর্গ ও উদয়পুর। জাতীয় সড়ক ৪৮ রাজস্থান রাজ্যের মধ্যে ৭৩২ কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাত রাজ্যে প্রবেশ করে।[]

গুজরাত অংশ

সম্পাদনা

সড়কটি রাজস্থান-গুজরাত সীমান্ত অতিক্রম করে গুজরাতে প্রবেশ করে সবরকান্ত জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ১০ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - সবরকান্ত, গান্ধিনগর, আহমেদাবাদ, খেদা, আনন্দ, ভদোদরা, সুরাট, বারুচ, নবসারি ও ভালসাদ। জাতীয় সড়ক ৪৮ রাজস্থান রাজ্যের মধ্যে ৪৮৮.৭ কিলোমিটার পথ অতিক্রম করে মহারাষ্ট্র রাজ্যে প্রবেশ করে।[]

মহারাষ্ট্র অংশ

সম্পাদনা

সড়কটি গুজরাত-মহারাষ্ট্র সীমান্ত অতিক্রম করে মহারাষ্ট্রে প্রবেশ করে সবরকান্ত জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ৭ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - পালঘর, থানে, রায়গড়, সাতারা, পুণে, সাংলী ও কোলাপুর। জাতীয় সড়ক ৪৮ মহারাষ্ট্র রাজ্যের মধ্যে ৫০১ কিলোমিটার পথ অতিক্রম করে কর্ণাটক রাজ্যে প্রবেশ করে।[]

কর্ণাটক অংশ

সম্পাদনা

সড়কটি মহারাষ্ট্র-কর্ণাটক সীমান্ত অতিক্রম করে কর্ণাটক রাজ্যে প্রবেশ করে বেলগাউম জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ৮ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - বেলগাউম, ধারওয়াড়, হাবেরী, দাওয়ানগরে, চিত্রদুর্গ, তুমকুর, গ্রামীণ বেঙ্গালুরুবেঙ্গালুরু। জাতীয় সড়ক ৪৮ কর্ণাটক রাজ্যের মধ্যে ৫৭৫.৭ কিলোমিটার পথ অতিক্রম করে তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করে।[]

তামিলনাড়ু অংশ

সম্পাদনা

সড়কটি কর্ণাটক-তামিলনাড়ু সীমান্ত অতিক্রম করে তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করে কৃষ্ণাগিরি জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ৫ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - কৃষ্ণাগিরি, ভেলর, কাঞ্চিপুরাম, তিরুবাল্লুরচেন্নাই। জাতীয় সড়ক ৪৮ তামিলনাড়ু রাজ্যের মধ্যে ২৩৭.৬ কিলোমিটার পথ অতিক্রম করে চেন্নাই শহরে সমাপ্ত হয়।[]

জংশন তালিকা

সম্পাদনা
দিল্লি
দিল্লির রাও তুলা মার্গে টার্মিনাল।
হরিয়ানা
এনএইচ ২৪৮এ- গুরগাঁও কাছাকাছি।
ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে - মানেসারের কাছে ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ ।
এনএইচ ৯১৯ - ধরুহেরার কাছে ইন্টারচেঞ্জ
এনএইচ ৩৫২ মালহোয়া, রেওয়ারি কাছে ইন্টারচেঞ্জ
রাজস্থান
 
জয়পুর - আজমির মহাসড়ক
এনএইচ ১৪৮বি- বেহরোর কাছে ।
এনএইচ ২৪৮এ- শাহপুররে নিকটবর্তী ।
এনএইচ ১৪৮- মনোহরপুরের নিকটবর্তী
এনএইচ ২৪৮- চাঁদবাজির নিকটে
এনএইচ ৫২- জয়পুর বাইপাসের কাছে
এনএইচ ২১- হিরাপুরার নিকটে
এনএইচ ২৪৮- হিরাপুরার নিকটে
এনএইচ ৪৪৮- কাছে ইন্টারচেঞ্জ।
এনএইচ ৪৪৮- নাসিরাবাদের নিকটে ইন্টারচেঞ্জ।
এনএইচ ১৪৮ডি- গুলাবপুরার নিকটে
এনএইচ ১৫৮- মণ্ডলের নিকটে ।
এনএইচ ৭৫৮ ভিলওয়ারার কাছে ।
এনএইচ ২৭- চিতোরগড়ের কাছে ইন্টারচেঞ্জ
এনএইচ ১৬২- ভাতেওয়ারের কাছে
এনএইচ ৫৮- উদয়পুরের নিকটে ।
এনএইচ ৯২৭এ- খেরয়াদার কাছে ।
গুজরাত
 
বারুচের নিকটে নর্মদা নদীর ওপারে কেবল ব্রিজ
এনএইচ ৫৮- হিমতনগরের নিকটবর্তী
এনএইচ ৬৮- প্রাণতিজের নিকটবর্তী
এনএইচ ১৪৭- চিলোদার কাছে রাউন্ডআউট
সর্দার প্যাটেল রিং রোড Ranasan সার্কেল এ নারড, গুজরাত-, আমেদাবাদ
এনএইচ ৪৭- আহমেদাবাদের কাছে
এনই ১- আহমেদাবাদের নিকটে ইন্টারচেঞ্জ
এনএইচ ৬৪- আনন্দের কাছে
এনই ১- ভাদোদরার (বরোদা) নিকটে ইন্টারচেঞ্জ
এনএইচ ১৪৮এম- ভাদোদরার কাছে
এনএইচ ৫৩- কাছে
এনএইচ ৩৬০- চিকলির নিকটে
এনএইচ ৮৪৮- নিকটে
এনএইচ ৫৬- কাছে
এনএইচ ৮৪৮এ- ভিলাদের কাছাকাছি
মহারাষ্ট্র
 
কাতরাজ ঘাটে নতুন কাতরাজ সুড়ঙ্গ
এনএইচ ৪৮৪এ- তালসারির কাছে
এনএইচ ১৬০এ- মনোরের নিকটে
এনএইচ ৮৪৮- থানার কাছে
কলম্বোলির কাছে মুম্বই পুনে এক্সপ্রেসওয়ে
এনএইচ ৫৪৮- কলম্বোলির নিকটবর্তী
এনএইচ ৩৪৮- পালস্পের কাছে
এনএইচ ৬৬- পানভেলের কাছে
আরিভালি গ্রামের কাছে মুম্বই পুনে এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ
এনএইচ ৫৪৮এ- চৌক গাওনের কাছে
কুসগাঁওয়ের কাছে মুম্বই পুনে এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ
এনএইচ ৫৪৮ডি- তালেগাঁও কাছে
এনএইচ ৬৫- পুনে, দেহু রোডের কাছে
মুম্বই পুনে এক্সপ্রেসওয়ে দেহু রোড ইন্টারচেঞ্জ (এমপিই এর টার্মিনাল পয়েন্ট)
এনএইচ ৭৫৩এফ- পুনের কাছে
এনএইচ৫৪৮ডিডি- পুনের কাছে
এনএইচ ৬০- পুনের নিউ ক্যাটরাজ টানেলের কাছে
এনএইচ ৯৬৫ডিডি- শিরওয়ালের কাছে
এনএইচ ৯৬৫ডি- ওয়েড কাছে
এনএইচ ৫৪৮সি- সাঁৎরানের কাছে
এনএইচ ১৬৬ই- করাদের কাছে
এনএইচ ১৬৬এইচ- পেথ ফাতের কাছে
এনএইচ ১৬৬- কোলাপুর নিকটবর্তী
এনএইচ ১৬৬জি- কোলাপুরের নিকটে
কর্ণাটক
 
কর্ণাটকে এনএইচ ৪৮
 
নেলামঙ্গলায় পরিবর্তনশীল বার্তা বোর্ড
এনএইচ ৫৪৮এইচ- সঙ্কেশ্বরের কাছে
এনএইচ ১৬০- বেলগাউমের গোটুরের নিকটে
এনএইচ ৭৪৮- বেলগাউমের নিকটবর্তী
এনএইচ ৬৭- ধার্বাদ কাছে
এনএইচ ৫২- হুবলির কাছে ইন্টারচেঞ্জ
এনএইচ ৭৬৬সি- রানিবেন্নুর কাছে
এনএইচ ৩৬৯- চিত্রদুর্গার কাছে
এনএইচ ৫০- চিত্রদুর্গার কাছে
এনএইচ ১৫০এ- হিরিয়ুর নিকটবর্তী
এনএইচ ৬৯- সিরার কাছে
এনএইচ ৫৪৪ই- সিরার নিকটে
এনএইচ ৭৩- তুমকুর কাছে
এনএইচ ৬৪৮- ডোব্বসপেটের কাছে
এনএইচ ৭৫- নেলামংলার কাছে
এনএইচ ৪৪- বেঙ্গালুরুর নিকটবর্তী
এনএইচ ৯৪৮- বেঙ্গালুরু কাছে
ইলেকট্রনিক সিটির নিকটে নিস রোড ইন্টারচেঞ্জ
তামিলনাড়ু
 
শ্রীপেরুম্বুদুরের কাছে এনএইচ ৪৮ এর আকাশ থেকে দেখা দৃশ্য
এনএইচ ৮৪৪- হসুরের নিকটে
এনএইচ ৭৭- কৃষ্ণগিরির কাছে
এনএইচ ১৭৯এ- কাছে
এনএইচ ৭৫- ভেলোরের কাছে
এনএইচ ৪০- রানীপেটইয়ের নিকটে
এনএইচ ১৩২বি- কাঞ্চিপুরমের কাছে
এনএইচ ১৬- চেন্নাইয়ের নিকটে টার্মিনাল

পার্শ্বীয় শাখা পথ'সহ মানচিত্র

সম্পাদনা
 
এনএইচ ৪৮ লাল রঙে এবং পার্শ্বীয় শাখা পথ নীল রঙে চিত্রিত হয়েছে

আরো দেখুন

সম্পাদনা
  • ভারতের জাতীয় মহাসড়কের তালিকা
  • রাষ্ট্র দ্বারা ভারতে জাতীয় রাজপথের তালিকা
  • জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Roadnow। "National Highway 48 (NH48) Travel Guide - Roadnow"roadnow.in (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  2. "National highway numbers to change, stretches to be longer - Times of India"The Times of India। ২০১০-০২-১৮। ২০১০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০৯ 
  3. "State_wise_Length_of_National_Highways_in_India.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা